সংবাদ শিরোনাম ::
পাথরঘাটা কাকচিড়া বাজারে দিনে-দুপুরে দোকান থেকে লক্ষ টাকা চুরি।

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৬:৫৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ৩৫৯ ১৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা, কাকচিড়া বাজারের বড় মসজিদের সামনে মোঃ খোকন হাওলাদের, সার ও কিটনাশকের দোকানে, গতকাল ২২ জানুয়ারী, শুক্রবার দুপুর ২ টার দিকে, প্রায় এক লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে পরিদর্শনে জানা যায় যে, দোকানের মালিক মোঃ খোকন হাওলাদার, প্রতিদিনের মতই আজও দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যায়, এরপরে সে দোকান খোলার জন্য বাজারে আসে, এসেই দেখে যে, তার দোকানের জাপ, খোলা, ভিতরে প্রবেশ করলেই দেখা যায়, ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা, ক্যাশের ভিতরে তার রাখা প্রায় লক্ষ টাকা নিখোঁজ, তার এই ঘটনার সংবাদ শুনে আশেপাশের সকল দোকানদার এবং লোকজন ভির জমিয়ে যায়।
সকলে দোকানের পরিস্থিতি দেখে ধারনা করেন যে, চোর দোকানের মধ্যেই ছিলো, কারন মূল দরজার কোন তালা ভাঙ্গা নাই, ভিতর থেকে জাপ খুলে চোর বাহিরে চলে যাওয়ার আলামত পাওয়া যায়,
ইতি মধ্যেই বাজারের বর্তমান সভাপতির মোঃ মাহবুব রহমানের আগমন, তিনি বলেন দিনের বেলায় এভাবে ঘটনা খুবই দুঃখ জনক, তবে দোকান আটকানোর পূর্বে সকলের খেয়াল রাখা জরুরী, ভিতরে কেউ আছে কি না।
এদিকে দোকানের মালিক মোঃ খোকন হাওলাদার, পাথরঘাটা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।
আরো খবর.......