ডানহাতি পেসার ম্যাথু পটসের করা ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে ইনসুইঙ্গিং ডেলিভারি।
ভাগ্য বিড়ম্বনায় অদ্ভুতভাবে বোল্ড কোহলি (ভিডিও)
- আপডেট টাইম : ০৬:০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
ইংল্যান্ড-ভারত এজবাস্টন টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে লড়াইটা হলো দুর্দান্ত। জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটসের দারুণ বোলিংয়ে ভারত পড়েছিল অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার সঙ্গে রেকর্ড জুটিতে সফরকারীদের উদ্ধার করলেন রিশাভ পান্ত।
গত বছর স্থগিত হওয়া সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি নতুন সূচিতে মাঠে গড়াল ২৯৪ দিন পর।বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শুক্রবার (১ জুলাই) খেলা হলো ৭৩ ওভার। ৫ উইকেটে ৯৮ রানের নড়বড়ে অবস্থান থেকে ভারত দিন শেষ করল ৭ উইকেটে ৩৩৮ রানে। ওভারপ্রতি রান ৪.৬৩ করে। আড়াই বছর ধরে কোনো ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি না পাওয়া বিরাট কোহলি ব্যর্থ এদিনও।সাবেক ভারত অধিনায়ক করেন মাত্র ১১ রান।
এজবাস্টন টেস্টে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল কোহলিকে। ১৯ বলে ১১ রানেই থেমে যায় তার প্রথম ইনিংস।
তবে এবারের আউটটিতে কোহলিকে দোষ দেওয়া যায় না।
https://youtu.be/2tOGlGDZQkg