রেলওয়ের নিয়োগ পরীক্ষায়-বানিজ্য
- আপডেট টাইম : ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুন ২০২২
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশে সরকারের গনপরিবহন গুলোর মধ্যে-বাংলাদেশ রেলওয়ে একটি।বাংলাদেশ রেলওয়ের সীমানা বতর্মানে-দেশ ছেড়ে বিদেশে।উক্ত গনপরিবহন পরিচালনা করতে প্রয়োজন-দক্ষ জনবল।কিন্তু-সূএ তথ্য মতে জানান-রেলওয়ের জনবল নিয়োগে-ঘটেছে অনিয়ম।গেল-১৭-০৬-২০২২ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ রেলওয়ের দক্ষ জনবল নিয়োগের জন্য-নিয়োগ পরীক্ষার আয়োজন করেন-বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ-(১৬ আব্দুল গনি রোড,রেল ভবন,ঢাকা-১০০০)।উক্ত পরীক্ষায়-বাংলাদেশের প্রায় সব জেলা হতে-পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেন।পরীক্ষা শেষে-পরীক্ষার্থীরা জানান-অনেক পরীক্ষার্থীদের পরীক্ষার কয়েক দিন পৃর্বে-প্রশ্ন দিয়ে দেয়া হয়-অর্থের বিনিময়ে ।যা-অনৈতিক-বলেন-অনেক অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা।তাঁদের অভিভাবক গন বলেন-উক্ত নিয়োগ পরীক্ষা নিয়ে বানিজ্য হয়েছে।সরকারের উচিত-উক্ত নিয়োগ বানিজ্য প্রতিহত করে-দক্ষ লোকদের-বাংলাদেশ রেলওয়েতে-কাজের সুযোগ তৈরী করা দেয়া।এতে-বাংলাদেশ রেলওয়ের প্রতি মানুষের আস্হা বাড়বে-মনে করেন-বাংলাদেশ রেলওয়ের সম্মানিত যাএীগন।