ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সব নাশকতা নসাৎ করা হবে: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / ১৯৬ ৫০০০.০ বার পাঠক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জনসভা ঘিরে সকল ধরনের নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার এলাকায় প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সমাবেশস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোনো পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তত থাকবে। এছাড়া র‍্যাবের উইংয়ের হেলিকপ্টার সব সময় প্রস্তুত রাখা হয়েছে। সেতুর দুই প্রান্তে প্রবেশ স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের চেকপোস্টের মাধ্যমে আগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্য তথ্য বিশ্লেষণ করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে কোনো ধরনের হামলা ও নাশকতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও গোয়েন্দা ও সাইবার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যেকোনো পরিকল্পনা নস্যাৎ করা হবে। এ সময় র‍্যাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সব নাশকতা নসাৎ করা হবে: র‍্যাব ডিজি

আপডেট টাইম : ০৫:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী জনসভা ঘিরে সকল ধরনের নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার এলাকায় প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সমাবেশস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোনো পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তত থাকবে। এছাড়া র‍্যাবের উইংয়ের হেলিকপ্টার সব সময় প্রস্তুত রাখা হয়েছে। সেতুর দুই প্রান্তে প্রবেশ স্থান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের চেকপোস্টের মাধ্যমে আগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্য তথ্য বিশ্লেষণ করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে কোনো ধরনের হামলা ও নাশকতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও গোয়েন্দা ও সাইবার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যেকোনো পরিকল্পনা নস্যাৎ করা হবে। এ সময় র‍্যাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।