ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

অবৈধ পরিবহনের-ভোগান্তিতে-খুলনাবাসী

বাংলাদেশের বিভাগীয় জেলা-খুলনা।এর পাশের-
সীমান্ত জেলা যশোর ও সাতক্ষীরার লোকজন ইন্ডিয়ার সীমান্ত পার করে এনে- খুলনার বিভিন্ন উপজেলায় চালাচ্ছে
অবৈধ যানবাহন- তথ্যমতে জানা যায়।তথ্যমতে এও জানা যায়-সড়কে,মহাসড়কে যানজট ও দূর্ঘটনার জন্য বেশিরভাগ দায়ী-উক্ত অবৈধ পরিবহন গুলো।
গেল রমজান মাসে-খুলনা বিভাগীয় সদর দপ্তরের সামনের সড়কে-এক লোকের মৃত্যু ঘটে
অবৈধ পরিবহনের ধাক্কায় ।
এ ছাড়া ও-অবৈধ কর্মকান্ড কম ঘটছে না-উক্ত সব অবৈধ পরিবহন দ্বারা।যেমন-
-মাদক পাচার, নারী পাচার, অস্ত্র পাচার সহ অন্যান্য অবৈধ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ও হচ্ছে-উক্ত অবৈধ পরিবহন গুলো। অপব্যবহৃত এসব অবৈধ পরিবহন-ডাম্পিং করে-উক্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত অসাধু ব্যক্তিদের আইনের আওতায় এনে- শাস্তি প্রদানের অনুরোধ জানান-যানবাহন চালক কল্যাণ ফাউন্ডেশন ও অন্যান্য সামাজিক সংগঠন গুলো-খুলনা বিভাগীয় প্রশাসনের প্রতি।
এতে খুলনার সড়ক ও মহাসড়কে স্বাভাবিক চলাচল- নিশ্চিত করবে- যাত্রীদের।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

অবৈধ পরিবহনের-ভোগান্তিতে-খুলনাবাসী

আপডেট টাইম : ০৩:৪০:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুন ২০২২

বাংলাদেশের বিভাগীয় জেলা-খুলনা।এর পাশের-
সীমান্ত জেলা যশোর ও সাতক্ষীরার লোকজন ইন্ডিয়ার সীমান্ত পার করে এনে- খুলনার বিভিন্ন উপজেলায় চালাচ্ছে
অবৈধ যানবাহন- তথ্যমতে জানা যায়।তথ্যমতে এও জানা যায়-সড়কে,মহাসড়কে যানজট ও দূর্ঘটনার জন্য বেশিরভাগ দায়ী-উক্ত অবৈধ পরিবহন গুলো।
গেল রমজান মাসে-খুলনা বিভাগীয় সদর দপ্তরের সামনের সড়কে-এক লোকের মৃত্যু ঘটে
অবৈধ পরিবহনের ধাক্কায় ।
এ ছাড়া ও-অবৈধ কর্মকান্ড কম ঘটছে না-উক্ত সব অবৈধ পরিবহন দ্বারা।যেমন-
-মাদক পাচার, নারী পাচার, অস্ত্র পাচার সহ অন্যান্য অবৈধ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ও হচ্ছে-উক্ত অবৈধ পরিবহন গুলো। অপব্যবহৃত এসব অবৈধ পরিবহন-ডাম্পিং করে-উক্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত অসাধু ব্যক্তিদের আইনের আওতায় এনে- শাস্তি প্রদানের অনুরোধ জানান-যানবাহন চালক কল্যাণ ফাউন্ডেশন ও অন্যান্য সামাজিক সংগঠন গুলো-খুলনা বিভাগীয় প্রশাসনের প্রতি।
এতে খুলনার সড়ক ও মহাসড়কে স্বাভাবিক চলাচল- নিশ্চিত করবে- যাত্রীদের।