তালায় প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার মামলায় সন্ত্রাসী সাকুর জামিন নামঞ্জুর, জরুরী কাগজপত্র সহ মালামাল লুট
- আপডেট টাইম : ০৪:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
তালার শালিখা কলেজের সামনে প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম তহিদের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় আটক সন্ত্রাসী, এলাকার ত্রাস, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কোপা সাকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। উক্ত মামলায় গত (১২) ই জুন পুলিশের হাতে আটক হয় সন্ত্রাসী সাকু এবং ওই দিনই পুলিশ তাকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। পরদিন সন্ত্রাসী সাকুর আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। মামলার বাদী প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম তহিদ রিজার্ভ ভাড়া মোটর সাইকেল যোগে আদালত হতে বাড়ি ফেরার সময় আনুমানিক দুপুর (১) টার সময় তালা উপজেলা মাগুরা ক্ষত্রিয় পাড়া নামক স্থানে পৌঁছালে সম্মুখ দিক থেকে আসা একটি মোটরসাইকেল সিরাজুলের ভাড়া মোটরসাইকেলের গতিরোধ করে। সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের মোটরসাইকেল থেকে তিনজন হতে দুইজন দ্রুতগতিতে নেমে একজন সিরাজুলের মাথায় অস্ত্র ধরে অন্যজন রড দিয়ে সিরাজুলকে মারপিট করে সিরাজুলের কাছে থাকা মামলার জরুরী কাগজপত্র সাকুর বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ সম্মিলিত কাগজপত্র একটি তথ্য সম্বলিত পেনড্রাইভ দুইটা সিম ও একটি মেমোরি সহ স্যামসাং স্মার্টফোন সহ নগত টাকা রাখা সিরাজুলের কাধে ঝুলানো একটি ব্যাগ ছিনিয়ে নেয় এব়ং ছিনতাইয়ের বিষয়ে কোন কিছু করলে এবং কাউকে বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দ্রুত ঘটনাটি মোবাইল ফোনে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান কে জানালে তিনি দ্রুত থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার কথা বলেন। থানার ওসির পরামর্শ অনুযায়ী সিরাজুল ওইদিনই থানায় গিয়ে চিনতে পারা দুই জনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাত দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ থাকে যে, আদালতে সন্ত্রাসী সাকুর আইনজীবী সাকুর জামিনের চেষ্টা করলে আদালত বাদীপক্ষের আইনজীবী মুখে সাকুর হিংস্রতার কথা এবং বিভিন্ন অপরাধের কথা শুনে এবং প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে দেখে এবং সিরাজুলের সাংবাদিকতার পরিচয় পত্র সহ বিভিন্ন কাগজপত্র দেখে সাকুর জামিন না মঞ্জুর করেন। মামলার বাদী যেন পরবর্তী আদালতে আর কোনো কাগজপত্র উপস্থাপন করতে না পারে এ জন্য পরিকল্পিতভাবে উক্ত ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী সাকুর দলবল। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় ও অন্যান্য সাংবাদিকদের কাছে প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুর ইসলাম যেন কোন সংবাদ পাঠাতে না পারে এজন্য সন্ত্রাসীরা বারবার সিরাজুলের স্মার্ট ফোন ছিনিয়ে নিচ্ছে। এছাড়াও সাকুকে আটকের পর হতে সাকুর লোকজন আবারো সিরাজুলের ওপর হামলা চালিয়ে সিরাজুলকে প্রাণে মেরে ফেলা সহ সিরাজুলের ফোন ও অন্যান্য জিনিসপত্র লুটপাটের হুমকি দিয়ে আসছে। সিরাজুলের উপর বারবার সন্ত্রাসী হামলা ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদকের উপর বারবার সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক, প্রতিবন্ধী সহ সকল মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।