ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক ওভারটাইম আর নাইট বিলের টাকায় গড়েছেন 📖 সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার মাগুরায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ জিএমপি’র কোনাবাড়ি থানার ওসির ঘুষ কেলেংকারীতে তিন এসআই প্রত্যাহার রায়ের রিভিউতে আদালত খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে তনির স্বামী মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’, জানা যায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন লক্ষ লক্ষ মানুষকে বরণ করতে প্রস্তুত ঐতিহাসিক ‘বালাই হাওর’ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ(রহ.)’র ঈসালে সাওয়াব মাহফিল বুধবার ঢাকা রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার থেকে এক চাঁদাবাজ গ্রেফতার করেছেন পুলিশ

ফলোআপ, তালায় প্রতিবন্ধী সাংবাদিকের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা, আসামীরা অধরা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১২:১৫:২০ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুন ২০২২
  • / ২১৮ ৫০০০.০ বার পাঠক

Lভ্রাম্যমান প্রতিনিধি : তালায় প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় তালা থানায় (০৫-০৬-২০২২) ইং তারিখে দুজনের নাম দিয়ে এবং দুজনকে অঙ্গ্যাত দেখিয়ে মামলা হলেও এখনো পর্যন্ত আটক হয়নি আসামিরা। উদ্ধার হয়নি সিরাজুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া প্রতিবন্ধী গাড়ি মোবাইল টাকা। সিরাজুলের মাথায় ঠেকানো অস্ত্রসহ সন্ত্রাসীরা এখনো বিরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সিরাজুলের দেয়া এজাহরের সাথে মামলার ধারার তেমন কোন মিল নেই এমন অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শেখ সিরাজুল ইসলাম তালা থানার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের শেখ নাসির উদ্দিনের ছেলে এবং সাতক্ষীরা থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক সমাজের আলোর স্টাফ রিপোর্টার। এছাড়াও সিরাজুল ইসলাম কয়েকটি পত্রিকার সাথে যুক্ত আছেন বলে জানা গেছে। তালা এলাকায় সিরাজুল ইসলাম একজন আপোষহীন সাংবাদিক হিসেবে সুপরিচিত। দুর্নীতি অন্যায় অনিয়ম মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীনভাবে সংবাদ প্রকাশ করার ফলে প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল অনেকের কাছে শত্রুতে পরিণত হয়েছেন। তালা উপজেলার মুড়াগাছা গ্রামের সন্ত্রাসী নারী কেলেঙ্কারির হোতা ও আওয়ামীলীগ কর্মী আকিমুদ্দিন গোলদার হত্যা মামলার অন্যতম আসামি মৃত আবুল কাশেম (কোদন) শেখের ছেলে সাকু শেখ (কোপা সাকু)র বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করা কে কেন্দ্র করে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে কোপা সাকু সিরাজুল বাড়িতে না থাকায় সিরাজুলের স্ত্রীর সামনে সিরাজুলকে রাস্তাঘাটে পাওয়া মাত্র হত্যা করবে হবে বলে হুমকি দিয়ে আসে। গত (৩০) মে ২০২২ ইং তারিখে রাতে বালিয়া বাজার হতে বাড়ি ফেরার সময় সন্ত্রাসি সাকু, সাকু বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড তরিকুল ও তাদের দলবল শালিখা কলেজের সামনে পৌছানো মাত্র অস্ত্র দেখিয়ে সিরাজুলের গতিরোধ করে। সিরাজুলের মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি থামিয়ে সাকু সিরাজুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে, আমি প্রকাশ্যে খুন করলেও আমার নিরুদ্ধে সাক্ষী দেয়ার লোক হয়না আর তুই আমার বিরুদ্ধে নিউজ করবি তোর এতোবড় সাহস। এসময় সাকু বারবার বলতে থাকে আমি আকিমদ্দিন গোলদারকে বৃষ্টির মত বোমা বিষ্ফোড়ন ঘটিয়ে তারপর কুপিয়ে আকিমদ্দিনের দেহ ছিন্নভিন্ন করে হত্যা করে সেই লাশ কাধে করে গ্রামে এনে মানুষকে আমার হিংস্রতা দেখিয়ে ছিলাম তবুও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়ার কোন লোক হয়নি আর তোর এতোবড় সাহস তুই আমার বিরুদ্ধে নিউজ কবরি। এসময় সিরাজুল জোরে বাচাও বাচাও বলে চিৎকার করলে চারিদিক থেকে লোকজন ছুটে আসতে দেখে সাকু অস্ত্রসহ দুইজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে সাকু ও তরিকুল সিরাজুলকে লোহার রড দিয়ে পিটিয়ে ও সিরাজুলের গলা টিপে মরাত্বক জখম করে। এসময় ঘটনাস্থলে অনেক লোকজন জোগাড় হয়ে গেলে উপস্থিত লোকজনের সামনে সিরাজুলের উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে এবং সিরাজুলকে ওই স্থান থেকে অপহরন করে ওন্য কোথাও নিয়ে যাবার জোর চেষ্টা চালাতে থাকে। সিরাজুলকে অপহরনে ব্যর্থ হয়ে সাকু ও তরিকুল সিরাজুলকে গলা টিপে হত্যার চেষ্টা করে। গলা টিপে হত্যা চেষ্টার সময় যখন সিরাজুলের জিহ্বা বাহির হয়ে যায়। সিরাজুলের ওপর হামলার সময় সাকু সিরাজুলের দুইটি সিম যার নং (০১৭১১৪৫৯১১৬-০১৭১৫১৫৯৮৪৯),, একটি মেমোরি, দামি স্মার্টফোন, নগত আঠারো হাজার টাকা সহ সিরাজুলের মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি ছিনিয়ে নেয়। সন্ত্রাসী সাকু ও তরিকুল সিরাজুলের ওপর হামলা করে আহত অবস্থায় ফেলে যাবার সময় এবিষয়ে মামলা সহ কোনকিছু করলে সিরাজুলকে পুনরায় হামলা করে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন সিরাজুলকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এ টনার সিরাজুলের ছিনিয়ে নেয়া প্রতিবন্ধী গাড়িটি একই গ্রামের ছফেদ আলী শেখের বাড়িতে রাখা আছে এমন গোপন সংবাদ পেয়ে সিরাজুলের স্ত্রী ওই বাড়িতে গিয়ে গাড়িটি দেখতে পায়, গাড়িটি সিরাজুলের স্ত্রী বাড়িতে আনতে চাইলে বাড়ির লোকজন বলেন, গাড়ি সাকু তরিকুল রেখে গেছে ওদের অনুমতি গাড়ি দিতে পারব না। এরপর ছপেদ আলীর বাড়ি থেকে সন্ত্রাসী সাকু তরিকুল গাড়িটি সাকু নিজের বাড়িতে রেখে দেয়। মামলা হওয়ার পরে কয়েক দিন সাকুর বাড়ির উঠানে গাড়ি পড়ে থাকলেও পুলিশ গাড়িটা উদ্ধার করেনি। অবশেষে গত (৭) জুন রাতে সাকুর বাড়িতে পুলিশ যায় এবং পুলিশ যাওয়ার কিছু আগে সাকু গাড়িটি সরিয়ে ফেলে এবং নিজে সরে পড়ে। কয়েকদিন সাকুর বাড়িতে গাড়ি পড়ে থাকল এবং অনেক দেরিতে পুলিশ আসলো আবার পুলিশ আসার আগ মুহুর্তে গাড়ি সহ আসামি গায়েব হয়ে গেল এবিষয়টিকে জনগন রহস্যজনক বলে মনে করছেন। সন্ত্রাসীরা সিরাজুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনে ব্যবহারিত সিরাজুলের নিজ এবং সাংগঠনিক ফেজবুক আইডি হ্যাককরে পোষ্ট করেছে। থানায় দেয়া এজাহারে বিষয়টি উল্লেখ আছে। (০৮) জুন সিরাজুল তার ছিনিয়ে নেয়া দুইটি সিম সাতক্ষীরা থেকে তুলে (০৯) জুন তার Sk sirazul islam tohid নামের ফেজবুক আইডি উদ্ধার করতে সক্ষম হয়। সন্ত্রাসী সাকু বাহিনীর নেতৃত্বদাতা সাবেক এক জনপ্রতিনিধি সহ যারা সাকু বাহিনীকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করার জন্য পোষে তারা এ ঘটনায় সাকু বাহনীকে বাচানোর জন্য দৌড়ঝাপ চালাচ্ছে। কোপা সাকু সাকু বাহিনী খুন, অপহরন, চাঁদাবাজি, দখলবাজি, মারপিট, নারী নির্যাতন, নারী ব্যবসা, মাদক, সুদ দাদনের টাকার কন্ট্রাকটারি সহ বিভিন্ন অপরাধ করে গেলেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। এছাড়াও সাকুর বিরুদ্ধে একজন আত্মসমর্পণকারী জলদস্যুর যোগসাজশে সুন্দরবন এলাকায় গিয়ে দস্যুতা করার গোপন তথ্য পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের পক্ষ ঘেকে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার, মালামাল উদ্ধার সহ সন্ত্রাসীদের ব্যবহারিত অস্ত্র উদ্ধারের দাবিতে বিভিন্ন কর্মসুচি পালনের প্রস্তুতি চলছে। তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফলোআপ, তালায় প্রতিবন্ধী সাংবাদিকের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা, আসামীরা অধরা

আপডেট টাইম : ১২:১৫:২০ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুন ২০২২

Lভ্রাম্যমান প্রতিনিধি : তালায় প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় তালা থানায় (০৫-০৬-২০২২) ইং তারিখে দুজনের নাম দিয়ে এবং দুজনকে অঙ্গ্যাত দেখিয়ে মামলা হলেও এখনো পর্যন্ত আটক হয়নি আসামিরা। উদ্ধার হয়নি সিরাজুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া প্রতিবন্ধী গাড়ি মোবাইল টাকা। সিরাজুলের মাথায় ঠেকানো অস্ত্রসহ সন্ত্রাসীরা এখনো বিরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সিরাজুলের দেয়া এজাহরের সাথে মামলার ধারার তেমন কোন মিল নেই এমন অভিযোগ উঠেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শেখ সিরাজুল ইসলাম তালা থানার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের শেখ নাসির উদ্দিনের ছেলে এবং সাতক্ষীরা থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক সমাজের আলোর স্টাফ রিপোর্টার। এছাড়াও সিরাজুল ইসলাম কয়েকটি পত্রিকার সাথে যুক্ত আছেন বলে জানা গেছে। তালা এলাকায় সিরাজুল ইসলাম একজন আপোষহীন সাংবাদিক হিসেবে সুপরিচিত। দুর্নীতি অন্যায় অনিয়ম মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীনভাবে সংবাদ প্রকাশ করার ফলে প্রতিবন্ধী সাংবাদিক সিরাজুল অনেকের কাছে শত্রুতে পরিণত হয়েছেন। তালা উপজেলার মুড়াগাছা গ্রামের সন্ত্রাসী নারী কেলেঙ্কারির হোতা ও আওয়ামীলীগ কর্মী আকিমুদ্দিন গোলদার হত্যা মামলার অন্যতম আসামি মৃত আবুল কাশেম (কোদন) শেখের ছেলে সাকু শেখ (কোপা সাকু)র বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করা কে কেন্দ্র করে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে কোপা সাকু সিরাজুল বাড়িতে না থাকায় সিরাজুলের স্ত্রীর সামনে সিরাজুলকে রাস্তাঘাটে পাওয়া মাত্র হত্যা করবে হবে বলে হুমকি দিয়ে আসে। গত (৩০) মে ২০২২ ইং তারিখে রাতে বালিয়া বাজার হতে বাড়ি ফেরার সময় সন্ত্রাসি সাকু, সাকু বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড তরিকুল ও তাদের দলবল শালিখা কলেজের সামনে পৌছানো মাত্র অস্ত্র দেখিয়ে সিরাজুলের গতিরোধ করে। সিরাজুলের মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি থামিয়ে সাকু সিরাজুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে, আমি প্রকাশ্যে খুন করলেও আমার নিরুদ্ধে সাক্ষী দেয়ার লোক হয়না আর তুই আমার বিরুদ্ধে নিউজ করবি তোর এতোবড় সাহস। এসময় সাকু বারবার বলতে থাকে আমি আকিমদ্দিন গোলদারকে বৃষ্টির মত বোমা বিষ্ফোড়ন ঘটিয়ে তারপর কুপিয়ে আকিমদ্দিনের দেহ ছিন্নভিন্ন করে হত্যা করে সেই লাশ কাধে করে গ্রামে এনে মানুষকে আমার হিংস্রতা দেখিয়ে ছিলাম তবুও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়ার কোন লোক হয়নি আর তোর এতোবড় সাহস তুই আমার বিরুদ্ধে নিউজ কবরি। এসময় সিরাজুল জোরে বাচাও বাচাও বলে চিৎকার করলে চারিদিক থেকে লোকজন ছুটে আসতে দেখে সাকু অস্ত্রসহ দুইজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে সাকু ও তরিকুল সিরাজুলকে লোহার রড দিয়ে পিটিয়ে ও সিরাজুলের গলা টিপে মরাত্বক জখম করে। এসময় ঘটনাস্থলে অনেক লোকজন জোগাড় হয়ে গেলে উপস্থিত লোকজনের সামনে সিরাজুলের উপর অমানবিক নির্যাতন চালাতে থাকে এবং সিরাজুলকে ওই স্থান থেকে অপহরন করে ওন্য কোথাও নিয়ে যাবার জোর চেষ্টা চালাতে থাকে। সিরাজুলকে অপহরনে ব্যর্থ হয়ে সাকু ও তরিকুল সিরাজুলকে গলা টিপে হত্যার চেষ্টা করে। গলা টিপে হত্যা চেষ্টার সময় যখন সিরাজুলের জিহ্বা বাহির হয়ে যায়। সিরাজুলের ওপর হামলার সময় সাকু সিরাজুলের দুইটি সিম যার নং (০১৭১১৪৫৯১১৬-০১৭১৫১৫৯৮৪৯),, একটি মেমোরি, দামি স্মার্টফোন, নগত আঠারো হাজার টাকা সহ সিরাজুলের মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি ছিনিয়ে নেয়। সন্ত্রাসী সাকু ও তরিকুল সিরাজুলের ওপর হামলা করে আহত অবস্থায় ফেলে যাবার সময় এবিষয়ে মামলা সহ কোনকিছু করলে সিরাজুলকে পুনরায় হামলা করে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন সিরাজুলকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এ টনার সিরাজুলের ছিনিয়ে নেয়া প্রতিবন্ধী গাড়িটি একই গ্রামের ছফেদ আলী শেখের বাড়িতে রাখা আছে এমন গোপন সংবাদ পেয়ে সিরাজুলের স্ত্রী ওই বাড়িতে গিয়ে গাড়িটি দেখতে পায়, গাড়িটি সিরাজুলের স্ত্রী বাড়িতে আনতে চাইলে বাড়ির লোকজন বলেন, গাড়ি সাকু তরিকুল রেখে গেছে ওদের অনুমতি গাড়ি দিতে পারব না। এরপর ছপেদ আলীর বাড়ি থেকে সন্ত্রাসী সাকু তরিকুল গাড়িটি সাকু নিজের বাড়িতে রেখে দেয়। মামলা হওয়ার পরে কয়েক দিন সাকুর বাড়ির উঠানে গাড়ি পড়ে থাকলেও পুলিশ গাড়িটা উদ্ধার করেনি। অবশেষে গত (৭) জুন রাতে সাকুর বাড়িতে পুলিশ যায় এবং পুলিশ যাওয়ার কিছু আগে সাকু গাড়িটি সরিয়ে ফেলে এবং নিজে সরে পড়ে। কয়েকদিন সাকুর বাড়িতে গাড়ি পড়ে থাকল এবং অনেক দেরিতে পুলিশ আসলো আবার পুলিশ আসার আগ মুহুর্তে গাড়ি সহ আসামি গায়েব হয়ে গেল এবিষয়টিকে জনগন রহস্যজনক বলে মনে করছেন। সন্ত্রাসীরা সিরাজুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনে ব্যবহারিত সিরাজুলের নিজ এবং সাংগঠনিক ফেজবুক আইডি হ্যাককরে পোষ্ট করেছে। থানায় দেয়া এজাহারে বিষয়টি উল্লেখ আছে। (০৮) জুন সিরাজুল তার ছিনিয়ে নেয়া দুইটি সিম সাতক্ষীরা থেকে তুলে (০৯) জুন তার Sk sirazul islam tohid নামের ফেজবুক আইডি উদ্ধার করতে সক্ষম হয়। সন্ত্রাসী সাকু বাহিনীর নেতৃত্বদাতা সাবেক এক জনপ্রতিনিধি সহ যারা সাকু বাহিনীকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করার জন্য পোষে তারা এ ঘটনায় সাকু বাহনীকে বাচানোর জন্য দৌড়ঝাপ চালাচ্ছে। কোপা সাকু সাকু বাহিনী খুন, অপহরন, চাঁদাবাজি, দখলবাজি, মারপিট, নারী নির্যাতন, নারী ব্যবসা, মাদক, সুদ দাদনের টাকার কন্ট্রাকটারি সহ বিভিন্ন অপরাধ করে গেলেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। এছাড়াও সাকুর বিরুদ্ধে একজন আত্মসমর্পণকারী জলদস্যুর যোগসাজশে সুন্দরবন এলাকায় গিয়ে দস্যুতা করার গোপন তথ্য পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি সহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের পক্ষ ঘেকে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার, মালামাল উদ্ধার সহ সন্ত্রাসীদের ব্যবহারিত অস্ত্র উদ্ধারের দাবিতে বিভিন্ন কর্মসুচি পালনের প্রস্তুতি চলছে। তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।