দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
- আপডেট টাইম : ১২:৪২:১৯ অপরাহ্ণ, সোমবার, ৬ জুন ২০২২
- / ২১১ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি মো: ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজি মো: অনিক ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান পলাশ।
অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক কাজি আব্দুর রহমান, দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খান, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, দৈনিক নয়াদিন্তের সাংবাদিক প্রভাষক রুহুল আমিন, দৈনিক গণতদন্তের সাংবাদিক মিতু মুনি, সকলের বার্তার সাংবাদিক মো. মামুনুর রশিদ সুইট, সাংবাদিক ফরহাদ রকি, আব্দুল জব্বার, মো:শাহাদুল ইসলাম (বাবু) ৭১ বাংলা টেলিভিশন উপস্থিত ছিলেন। সবাই মিলিত হয়ে কেক কাটা হয়।এবং বিএমএ কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ভয়াবহতায় এক মিনিট নিরাবতা পালন করা হয়।