সাবধান কুমিল্লা-সাবধান কুমিল্লার গণমাধ্যম
- আপডেট টাইম : ০৭:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ২৩২ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
গণমাধ্যম হল একটি দেশের আয়না।যে আয়নায় ফুটে উঠে একটি দেশ ও পৃথিবীর চিত্র।যে কাজে নিয়োজিত থাকে-একদল তুখোড় ও দক্ষ গণমাধ্যমকর্মী।যারা নিউজ ও বিজ্ঞাপন সংগ্রহ হতে প্রকাশ হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন গণমাধ্যম এর জন্য।তথ্য মতে-প্রকাশক হতে অফিস ষ্টাপ পর্যন্ত সবাই গণমাধ্যমকর্মী।এই গণমাধ্যমকর্মীরাই দল-মত নির্বিশেষে দেশের জন্য কাজ করে থাকেন।
তেমনি বাংলাদেশের-কুমিল্লা জেলায়-দৈনিক সময়ের কন্ঠের অপরাধ অনুসন্ধানে জানা যায়-কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায়-গড়ে উঠেছে- ব্যাঙের ছাতার মতো গণমাধ্যম।সিটি কর্পোরেশন এলাকায় এর হার বেশি।বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের-যুদ্ধাপরাধী দল জামাত-শিবির নিষিদ্ধ হওয়ার পর কুমিল্লায় চালাচ্ছে তাদের অনৈতিক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড।বিভিন্ন গণমাধ্যম এর ব্যানারে।যেসব গণমাধ্যম এর কোনো অনুমোদন নেই-সংবাদ প্রকাশের। তারপরেও কি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পর ও গনমাধ্যমের আড়ালে নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছে-ভেবে পাচ্ছে না কুমিল্লার সুশীল সমাজ!।বিষয়টি জানাজানি হলে স্বাধীনতার পক্ষের শক্তির এক সাংবাদিক বুড়িচংয়ে খুন হন।খুন হওয়ার কিছুদিন পর-রমজান মাসে এক ইফতার পার্টির আয়োজন করেন-ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নূরমহলে-যেখানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার এমপি হাশেম।বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট মাদক ও নারী ব্যসসায়ী- আলী আকবর ও তার সাঙ্গ পাংগরা। সেখানে হাশেমকে দেখা যায়-খুন হওয়া সাংবাদিকের স্ত্রীর গায়ে হাত দিয়ে বুঝাতে ।যার সমালোচনা করেন অনেকেই।যা অনৈতিক ও বেআইনি যা কোন সুশীল সমাজ গ্রহণ করে না।এমনই অপকর্ম করেছেন এমপি হাশেম ও তার সাঙ্গ-পাঙ্গরা।এবং উক্ত অনুষ্ঠানে আরও যারা ছিলেন-তাদের বেশির ভাগই কুমিল্লা জেলা পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ও জামাত শিবিরের রগ কাটা ক্যাডার।তাহলে কি এমপি হাশেম অন্য এমপিদের সাথে-ক্ষমতায় টিকে থাকতে এই জামাত শিবির ক্যাডারদের ব্যবহার করছেন?প্রশ্ন অনেকের!।পরবর্তীতে জানা যায় -মূলখুনি ওই অনুষ্ঠানেই ছিল।কুমিল্লা জেলা প্রশাসককে কুমিল্লা গনমাধ্যমের নীতিমালা নিয়ে কাজ করতে ও নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের গণমাধ্যম বন্ধ করে দিতে অনুরোধ জানান-কুমিল্লার শান্তি রক্ষার্থে-কুমিল্লার সুশীল সমাজ।