ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ঘুসের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে বৈঠক গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির বিমসটেক সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার মৃত সন্তান প্রসবে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ায় শীর্ষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন জেলা ও ইউনিয়ন নগরজুড়ে ছোট নেতার বড় পোস্টার ডা. বোরহানে অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩ থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সাবধান কুমিল্লা-সাবধান কুমিল্লার গণমাধ্যম

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ২৪৮ ৫০০০.০ বার পাঠক

মোহাম্মদ আবু কাউসার তুষার।।
গণমাধ্যম হল একটি দেশের আয়না।যে আয়নায় ফুটে উঠে একটি দেশ ও পৃথিবীর চিত্র।যে কাজে নিয়োজিত থাকে-একদল তুখোড় ও দক্ষ গণমাধ্যমকর্মী।যারা নিউজ ও বিজ্ঞাপন সংগ্রহ হতে প্রকাশ হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন গণমাধ্যম এর জন্য।তথ্য মতে-প্রকাশক হতে অফিস ষ্টাপ পর্যন্ত সবাই গণমাধ্যমকর্মী।এই গণমাধ্যমকর্মীরাই দল-মত নির্বিশেষে দেশের জন্য কাজ করে থাকেন।
তেমনি বাংলাদেশের-কুমিল্লা জেলায়-দৈনিক সময়ের কন্ঠের অপরাধ অনুসন্ধানে জানা যায়-কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায়-গড়ে উঠেছে- ব্যাঙের ছাতার মতো গণমাধ্যম।সিটি কর্পোরেশন এলাকায় এর হার বেশি।বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের-যুদ্ধাপরাধী দল জামাত-শিবির নিষিদ্ধ হওয়ার পর কুমিল্লায় চালাচ্ছে তাদের অনৈতিক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড।বিভিন্ন গণমাধ্যম এর ব্যানারে।যেসব গণমাধ্যম এর কোনো অনুমোদন নেই-সংবাদ প্রকাশের। তারপরেও কি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পর ও গনমাধ্যমের আড়ালে নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছে-ভেবে পাচ্ছে না কুমিল্লার সুশীল সমাজ!।বিষয়টি জানাজানি হলে স্বাধীনতার পক্ষের শক্তির এক সাংবাদিক বুড়িচংয়ে খুন হন।খুন হওয়ার কিছুদিন পর-রমজান মাসে এক ইফতার পার্টির আয়োজন করেন-ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নূরমহলে-যেখানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার এমপি হাশেম।বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট মাদক ও নারী ব্যসসায়ী- আলী আকবর ও তার সাঙ্গ পাংগরা। সেখানে হাশেমকে দেখা যায়-খুন হওয়া সাংবাদিকের স্ত্রীর গায়ে হাত দিয়ে বুঝাতে ।যার সমালোচনা করেন অনেকেই।যা অনৈতিক ও বেআইনি যা কোন সুশীল সমাজ গ্রহণ করে না।এমনই অপকর্ম করেছেন এমপি হাশেম ও তার সাঙ্গ-পাঙ্গরা।এবং উক্ত অনুষ্ঠানে আরও যারা ছিলেন-তাদের বেশির ভাগই কুমিল্লা জেলা পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ও জামাত শিবিরের রগ কাটা ক্যাডার।তাহলে কি এমপি হাশেম অন্য এমপিদের সাথে-ক্ষমতায় টিকে থাকতে এই জামাত শিবির ক্যাডারদের ব্যবহার করছেন?প্রশ্ন অনেকের!।পরবর্তীতে জানা যায় -মূলখুনি ওই অনুষ্ঠানেই ছিল।কুমিল্লা জেলা প্রশাসককে কুমিল্লা গনমাধ্যমের নীতিমালা নিয়ে কাজ করতে ও নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের গণমাধ্যম বন্ধ করে দিতে অনুরোধ জানান-কুমিল্লার শান্তি রক্ষার্থে-কুমিল্লার সুশীল সমাজ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাবধান কুমিল্লা-সাবধান কুমিল্লার গণমাধ্যম

আপডেট টাইম : ০৭:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

মোহাম্মদ আবু কাউসার তুষার।।
গণমাধ্যম হল একটি দেশের আয়না।যে আয়নায় ফুটে উঠে একটি দেশ ও পৃথিবীর চিত্র।যে কাজে নিয়োজিত থাকে-একদল তুখোড় ও দক্ষ গণমাধ্যমকর্মী।যারা নিউজ ও বিজ্ঞাপন সংগ্রহ হতে প্রকাশ হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন গণমাধ্যম এর জন্য।তথ্য মতে-প্রকাশক হতে অফিস ষ্টাপ পর্যন্ত সবাই গণমাধ্যমকর্মী।এই গণমাধ্যমকর্মীরাই দল-মত নির্বিশেষে দেশের জন্য কাজ করে থাকেন।
তেমনি বাংলাদেশের-কুমিল্লা জেলায়-দৈনিক সময়ের কন্ঠের অপরাধ অনুসন্ধানে জানা যায়-কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায়-গড়ে উঠেছে- ব্যাঙের ছাতার মতো গণমাধ্যম।সিটি কর্পোরেশন এলাকায় এর হার বেশি।বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের-যুদ্ধাপরাধী দল জামাত-শিবির নিষিদ্ধ হওয়ার পর কুমিল্লায় চালাচ্ছে তাদের অনৈতিক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড।বিভিন্ন গণমাধ্যম এর ব্যানারে।যেসব গণমাধ্যম এর কোনো অনুমোদন নেই-সংবাদ প্রকাশের। তারপরেও কি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পর ও গনমাধ্যমের আড়ালে নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছে-ভেবে পাচ্ছে না কুমিল্লার সুশীল সমাজ!।বিষয়টি জানাজানি হলে স্বাধীনতার পক্ষের শক্তির এক সাংবাদিক বুড়িচংয়ে খুন হন।খুন হওয়ার কিছুদিন পর-রমজান মাসে এক ইফতার পার্টির আয়োজন করেন-ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নূরমহলে-যেখানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার এমপি হাশেম।বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট মাদক ও নারী ব্যসসায়ী- আলী আকবর ও তার সাঙ্গ পাংগরা। সেখানে হাশেমকে দেখা যায়-খুন হওয়া সাংবাদিকের স্ত্রীর গায়ে হাত দিয়ে বুঝাতে ।যার সমালোচনা করেন অনেকেই।যা অনৈতিক ও বেআইনি যা কোন সুশীল সমাজ গ্রহণ করে না।এমনই অপকর্ম করেছেন এমপি হাশেম ও তার সাঙ্গ-পাঙ্গরা।এবং উক্ত অনুষ্ঠানে আরও যারা ছিলেন-তাদের বেশির ভাগই কুমিল্লা জেলা পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ও জামাত শিবিরের রগ কাটা ক্যাডার।তাহলে কি এমপি হাশেম অন্য এমপিদের সাথে-ক্ষমতায় টিকে থাকতে এই জামাত শিবির ক্যাডারদের ব্যবহার করছেন?প্রশ্ন অনেকের!।পরবর্তীতে জানা যায় -মূলখুনি ওই অনুষ্ঠানেই ছিল।কুমিল্লা জেলা প্রশাসককে কুমিল্লা গনমাধ্যমের নীতিমালা নিয়ে কাজ করতে ও নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবিরের গণমাধ্যম বন্ধ করে দিতে অনুরোধ জানান-কুমিল্লার শান্তি রক্ষার্থে-কুমিল্লার সুশীল সমাজ।