ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
গ্রামীণ জীবনযাত্রা ও সাম্প্রীতিক আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম হলেন সাংবাদিক সাকিল আহমেদ জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি, পেছালো শুনানি পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৩০ সিন্ডিকেট করে ‘লুটপাট’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প আজমিরীগঞ্জে কনকনে ঠান্ডা বাতাস ও  তীব্র শীতে  জন জীবন বিপর্যস্ত ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন আওয়ামী তকমা দিয়ে, আদালতের আদেশ অবমাননা. ঠাকুরগাঁওয়ে পাঁচ মাস ধরে গৃহহীন বৃদ্ধা নাজু পৌর-প্রসাশকের ১শত দিনের কর্ম বাস্তবায়নে , সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়রের দুর্নীতির বিচারের দাবী, আজমিরীগঞ্জে আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্নলংকার চুরির অভিযোগ

ব্রিটিশ এম্পায়ার মেডেল’ (বিইএম) খেতাব পেলেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী ব্রিটিশ নাগরিক মনসুর আহমদ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / ৩৫৪ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

মানবিক কল্যাণের অনুপ্রেরণায় নিঃস্বার্থ সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে মনসুর আহমদকে এ সম্মাননা প্রদান করা হয়।

ব্রিটিশ সমাজে বিশেষ অবদান, অব্যাহত সহযোগিতা এবং নিঃস্বার্থ সেচ্ছাসেবার স্বীকৃতিস্বরূ পব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা– ‘ব্রিটিশ এম্পেয়ার মেডেল’ খেতাব পেলেন ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদI রানী’র জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের তালিকা ২০২২-এ মনসুর আহমদ এর নাম স্থান পেয়েছে I
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে প্রতি বছর যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিকে রানী’র পক্ষ থেকে বিইম, এমবিই এবং ওবিই উপাধি প্রদান করাহ য়I
প্রথম ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদ, ব্রিটিশ সমাজে তাঁর অসাধারণ সেবা, দুর্দান্ত অনুপ্রেরণা এবং দৃষ্টান্তমূলক স্বেচ্ছাসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড-২০২১ মেডেল অফ অনার)-এ ভূষিত হন I উল্লেখ্য, বিগত ৭ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ আয়োজিত ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফলর্ডস এ অনুষ্ঠিত একঅনুষ্ঠানে মেডেল প্রাপক মনসুর আহমদকে BCAv মেডেল প্রদান করা হয় Iইতিপূর্বে, মনসুর আহমদ লন্ডন এর মার্টন কাউন্সিল মেয়র কোভিড-১৯অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন I মার্টন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেলিকেনি গত ১৪ ইডিসেম্বর, ২০২০- এ জনাব মনসুর আহমদের বাসায় গিয়ে উক্ত অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন I ব্রিটিশ সমাজের স্থানীয় পর্যায়ে সমাজ সেবায় প্রশংসনীয় নেতৃত্বদানসহ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনসুর আহমদকে লন্ডনের মার্টন কাউন্সিল মেয়র কোভিড-১৯ অ্যাওয়ার্ড প্রদান করা হয় I
ব্রিটিশ সমাজে নিঃস্বার্থ সহযোগিতা ও অনবদ্য অবদানের জন্য ২০১৯ সালের অক্টোবর মাসে ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে জনাব মনসুর আহমদকে ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড (BCHA) এভূষিত করা হয় I উল্লেখ্য যে,মনসুর আহমদ এযাবৎ যুক্তরাজ্যে দু’বার স্থানীয় এবং তিনবার জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন I এছাড়া করোনাকালে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমাজ সেবা করায় তাঁকে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব স্বীকৃতি ২০২১ এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের বৃহত্তর লন্ডন এর ব্যক্তি গত প্রতিনিধি জুলাই ২০২১এ মনসুর আহমদকে তাঁর মানব সেবায় অনন্য অবদানের জন্য সম্মানজনক স্বীকৃতি প্রদান করেনI এতদ্ব্যতীত মনসুর আহমদ শ্রেষ্ঠ স্কুল গভর্নর এবং স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাওয়ার্ডও লাভ করেন Iউল্লেখ্য যে, মনসুর আহমদ স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সমাজ সেবামূলক কার্যক্রমে দীর্ঘ ১৫ বৎসরের অধিক সময়কালধরে যুক্ত রয়েছেন I তিনি লন্ডনের ওয়ান্ড সওয়ার্থ এবং মার্টন কাউন্সিল এর অন্তৰ্ভুক্ত বিভিন্ন স্কুলের প্যারেন্ট গভর্নর, চেয়ারম্যান, সেক্রেটারী এবং বিভিন্ন দাতব্য সংস্থা কমিটি’র সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন  তাঁর অসংখ্য প্রবন্ধ ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জার্তিক সংবাদপত্র, ম্যাগাজিন এবং জার্নালে প্রকাশিত হয়েছে I
প্রচার মাধ্যমে এওয়ার্ড এর সংবাদ প্রকাশের পর মনসুর আহমদ তাঁর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ব্রিটিশ সমাজে আমার ক্ষুদ্রসেবা ও অবদানের স্বীকৃ তিস্বরূপ ‘ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের এবিরল সম্মাননা অর্থাৎBEM উপাধি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি I আমার বিশ্বাস, এসম্মাননা আমাকে সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে’।
প্রকাশ থাকে, মনসুর আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইন্সটিটিউট অফ ফিন্যান্সিয়াল একাউন্টেন্টসের একজন ফেলো মেম্বার। মনসুর আহমদ যিনি পেশায় একজন একাউন্টেন্ট। তিনি বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল্শিরকাতুল ইসলামীয়ার একাউন্টস অ্যান্ডফিন্যান্স বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন I তিনি আহমদিয়া মুসলিম জামাত, যুক্তরাজ্যের একজন জীবন উৎসর্গকারী সদস্যI
মনসুর আহমদ ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে যুক্তরাজ্য সরকারের Highly Skilled Migration Program (HSMP) অধীনে স্বপরিবারে যুক্তরাজ্যে গমন করেন এবং বর্তমানেস্ত্রী ও তিন সন্তানসহ সেখানেই বসবাস করছেন I তার বড় ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাষা ও সাহিত্যে গ্রাডুয়েশন করছে, ছোটছেলে এলেভেলসে অধ্যায়নরত এবং একমাত্র মেয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্রিটিশ এম্পায়ার মেডেল’ (বিইএম) খেতাব পেলেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী ব্রিটিশ নাগরিক মনসুর আহমদ

আপডেট টাইম : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

সময়ের কন্ঠ রিপোর্ট।।

মানবিক কল্যাণের অনুপ্রেরণায় নিঃস্বার্থ সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে মনসুর আহমদকে এ সম্মাননা প্রদান করা হয়।

ব্রিটিশ সমাজে বিশেষ অবদান, অব্যাহত সহযোগিতা এবং নিঃস্বার্থ সেচ্ছাসেবার স্বীকৃতিস্বরূ পব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা– ‘ব্রিটিশ এম্পেয়ার মেডেল’ খেতাব পেলেন ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদI রানী’র জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের তালিকা ২০২২-এ মনসুর আহমদ এর নাম স্থান পেয়েছে I
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে প্রতি বছর যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিকে রানী’র পক্ষ থেকে বিইম, এমবিই এবং ওবিই উপাধি প্রদান করাহ য়I
প্রথম ব্রিটিশ বাংলাদেশী মনসুর আহমদ, ব্রিটিশ সমাজে তাঁর অসাধারণ সেবা, দুর্দান্ত অনুপ্রেরণা এবং দৃষ্টান্তমূলক স্বেচ্ছাসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড-২০২১ মেডেল অফ অনার)-এ ভূষিত হন I উল্লেখ্য, বিগত ৭ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ আয়োজিত ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফলর্ডস এ অনুষ্ঠিত একঅনুষ্ঠানে মেডেল প্রাপক মনসুর আহমদকে BCAv মেডেল প্রদান করা হয় Iইতিপূর্বে, মনসুর আহমদ লন্ডন এর মার্টন কাউন্সিল মেয়র কোভিড-১৯অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন I মার্টন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেলিকেনি গত ১৪ ইডিসেম্বর, ২০২০- এ জনাব মনসুর আহমদের বাসায় গিয়ে উক্ত অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন I ব্রিটিশ সমাজের স্থানীয় পর্যায়ে সমাজ সেবায় প্রশংসনীয় নেতৃত্বদানসহ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনসুর আহমদকে লন্ডনের মার্টন কাউন্সিল মেয়র কোভিড-১৯ অ্যাওয়ার্ড প্রদান করা হয় I
ব্রিটিশ সমাজে নিঃস্বার্থ সহযোগিতা ও অনবদ্য অবদানের জন্য ২০১৯ সালের অক্টোবর মাসে ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে জনাব মনসুর আহমদকে ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড (BCHA) এভূষিত করা হয় I উল্লেখ্য যে,মনসুর আহমদ এযাবৎ যুক্তরাজ্যে দু’বার স্থানীয় এবং তিনবার জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন I এছাড়া করোনাকালে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমাজ সেবা করায় তাঁকে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব স্বীকৃতি ২০২১ এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের বৃহত্তর লন্ডন এর ব্যক্তি গত প্রতিনিধি জুলাই ২০২১এ মনসুর আহমদকে তাঁর মানব সেবায় অনন্য অবদানের জন্য সম্মানজনক স্বীকৃতি প্রদান করেনI এতদ্ব্যতীত মনসুর আহমদ শ্রেষ্ঠ স্কুল গভর্নর এবং স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাওয়ার্ডও লাভ করেন Iউল্লেখ্য যে, মনসুর আহমদ স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সমাজ সেবামূলক কার্যক্রমে দীর্ঘ ১৫ বৎসরের অধিক সময়কালধরে যুক্ত রয়েছেন I তিনি লন্ডনের ওয়ান্ড সওয়ার্থ এবং মার্টন কাউন্সিল এর অন্তৰ্ভুক্ত বিভিন্ন স্কুলের প্যারেন্ট গভর্নর, চেয়ারম্যান, সেক্রেটারী এবং বিভিন্ন দাতব্য সংস্থা কমিটি’র সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন  তাঁর অসংখ্য প্রবন্ধ ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জার্তিক সংবাদপত্র, ম্যাগাজিন এবং জার্নালে প্রকাশিত হয়েছে I
প্রচার মাধ্যমে এওয়ার্ড এর সংবাদ প্রকাশের পর মনসুর আহমদ তাঁর একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ব্রিটিশ সমাজে আমার ক্ষুদ্রসেবা ও অবদানের স্বীকৃ তিস্বরূপ ‘ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের এবিরল সম্মাননা অর্থাৎBEM উপাধি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি I আমার বিশ্বাস, এসম্মাননা আমাকে সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে’।
প্রকাশ থাকে, মনসুর আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইন্সটিটিউট অফ ফিন্যান্সিয়াল একাউন্টেন্টসের একজন ফেলো মেম্বার। মনসুর আহমদ যিনি পেশায় একজন একাউন্টেন্ট। তিনি বর্তমানে যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম দাতব্য সংস্থা আল্শিরকাতুল ইসলামীয়ার একাউন্টস অ্যান্ডফিন্যান্স বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন I তিনি আহমদিয়া মুসলিম জামাত, যুক্তরাজ্যের একজন জীবন উৎসর্গকারী সদস্যI
মনসুর আহমদ ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে যুক্তরাজ্য সরকারের Highly Skilled Migration Program (HSMP) অধীনে স্বপরিবারে যুক্তরাজ্যে গমন করেন এবং বর্তমানেস্ত্রী ও তিন সন্তানসহ সেখানেই বসবাস করছেন I তার বড় ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাষা ও সাহিত্যে গ্রাডুয়েশন করছে, ছোটছেলে এলেভেলসে অধ্যায়নরত এবং একমাত্র মেয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করছে।