আপন দুই বোন কে বিয়ে করা শাহ আলমের তান্ডবে উত্তাল আশুলিয়া
- আপডেট টাইম : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ৩১৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম আপন দুই বোন কে বিয়ে করে সংসার করছেন এ নিয়ে গুন্জনের সৃষ্টি হয়েছে আশুলিয়া সহ সারা ঢাকা জেলার বিভিন্ন প্রান্তে,একজন সাংবাদিক নেতার এমন নেক্কার জনক ঘটনা জানার পরে এবং ক্লাবের বিভিন্ন অনিয়ম দুর্নীতির চিত্র সরাসরি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ায় আগামী নির্বাচনে নিশ্চিত হেরে যাওয়ার ভয়ে অনেক গুনি সদস্যদের কে তিনি বিনা করানে বহিষ্কার করার হুমকি ও চাটুকারিতা করে বহিষ্কার দেখিয়েছেন,ইতিমধ্যে ক্ষমতা টিকিয়ে রাখতে টালবাহানা করে নিজ ক্লাবের সাধারণ সদস্যরা তার মানহানি করেছেন এমন একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ঘটনা উত্তাফন করে বিজ্ঞ আদালতে মানহানীর মামলা দায়ের করার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন,তিনি তার অভিযোগ উল্লেখ করেছেন তার ক্লাবের ৫ জন সদস্য অভিযুক্তরা ফেইসবুক সাংবাদিকতা করেন,যেটা সম্পূর্ণ অসত্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন,তার অপকৌশল অবলম্বন করা শুধু তার সভাপতি হতে হবে এমনটা,একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিলে পাঁচ জন সদস্য তাকে ভোট দিবেনা, সদস্যরা সরাসরি তাকে বয়কট করলে তিনি এমন একটা পন্থা অবলম্বন করেন,তিনি বাংলাদেশ কৃষক লীগের সভাপতির পদ নিতে উঠে পড়ে লেগেছে,জামায়াতে ইসলামীর সাপোর্টার সদ্য জাসদ থেকে উঠে এসেই তিনি চায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ,যার চরিত্রের বিন্দুমাত্র বৈষম্য নেই সে করে মানহানি মামলা,গোটা আশুলিয়ায় এই একটি শাহ আলম এর জন্য অপ সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের উৎপত্তি,তিনি বিগত দিনে আশুলিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন তিনি দুর্নীতিবাজ তার যতেষ্ঠ প্রমান সেখানে তিনি রেখে গেছে, নিজের ভোটটিও বিক্রয় করে শুন্য ভোট পেয়ে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ তার প্রমান করেছেন,বিগতদিনে ১৭ জন কেবিনেট সদস্যদের মধ্যে (১) সিনিয়র সহ-সভাপতি নাসিম খান কে বহিষ্কার করেন,(২) সাধারণ সদস্য শাহাদাৎ হোসেন কে অহেতুক বহিষ্কার করেন,(৩) সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা মাঈনুল ইসলাম কে বহিষ্কার করেন,(৪)তার অত্যাচারে সদ্য নির্বাচিত প্রচার সম্পাদক আকরাম হোসেন নিজেই অব্যাহতি পত্র প্রদান লেটার জমা দেন,(৫)নির্বাচিত সহ সভাপতি বাবুল আহমেদ একই পথ হাটেন(৬) সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ যন্ত্রনা ও একবুক কষ্ট নিয়ে অত্র ক্লাব ত্যাগ করেন,(৭) অত্র ক্লাবের নির্বাচন কমিশনার ফারুক হোসেন সেচ্ছায় ক্লাব থেকে বিদায় নিয়ে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য হন,(৮)নির্বাচিত সমাজ কল্যান সম্পাদক সেলিম মিয়া ও একই পথে হাটলেন,(৯)সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু দুই বছরে ক্লাবে আসেন নি তিনি ও পার্শবর্তী কাশিমপুর প্রেসক্লাবে পাড়ি জমান,(১০) সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান কে শারীরিক নির্যাতন করেন(১১),মাসুদ রানা (১২)শফিকুল ইসলাম(১৩) অর্থ সম্পাদক রিপন মিয়াকে বহিষ্কার নোটিশ প্রেরন করেন,এমনই অগনিত অপকর্মের সাথে সম্পৃক্ততা হয়ে ডোনাল্ড ট্রাম্পের ন্যায়ে চলছেন শাহ মলম,ক্লাব থেকে চলে যাওয়া সদস্যদের শুন্য স্থান পূরন করতে মোটা টাকা নিয়ে সদস্য পদ দিয়েছেন, ক্লাবের অন্য সদস্যদের হিসাব দেইনি, সব মিলিয়ে আশুলিয়ায় পঁচা,দুর্গন্ধ ছড়ানো ব্যাক্তি এই শাহ আলম,প্রকৃত তদন্ত পর্যবেক্ষন করে শাহ আলম কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন অত্র ক্লাবের সকল সদস্য বৃন্দ ও সুশীল সমাজ।