ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

৩৫বছরের পুরনো বসতভিটায় অবস্থানকারীদের নোটিশবিহীন উচ্ছেদেসময় বাড়ানোসহ পুর্নবাসনে মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম

বিভাগীয় ব্যুরো।।
চট্টগ্রামে দীর্ঘ ৩৫বছরের পুরনো বসতভিটায় অবস্থানকারীদের নোটিশবিহীন উচ্ছেদ-কপাল পুড়লো পাঁচ শতাধিক ভূমিহীনের। উচ্ছেদের ফলে বসতভিটা হারাচ্ছেন ৫শ মানুষ যারা হতদারিদ্র ও অসহায় মানুষ। ভুমিহীন উচ্ছেদ করার বিরোধিতা ও প্রতিবাদ কর্মসূচী পালনে বসবাসকারী সকলেই উপস্থিত ছিলেন। নগরের মেইন রোড সংলগ্ন বায়েজিদ বোস্তামী ড্রাইভার কলোনী উচ্ছেদের সময় বাড়ানো এবং বসবাসকারী ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।নিরাপদে সরে যাওয়ার জন্য অন্তত ১মাসের সময় দেয়ার জন্য বিনীত অনুরোধ জানান তারা,

গত ২৬ মে,সকাল ১০টায় ২০২২ ইং মেইন রোড সড়ক পদক্ষিন করে তাদের স্থাপনার সামনে মেইন রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং সেইসাথে মাননীয় মেয়র মহোদয় বরাবর চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসক,চট্টগ্রাম বরাবর বরাবর দরখাস্ত অনুলিপিও পেশ করেন তারা।

ক্ষতিগ্রস্থরা দাবি করে বলেন, বায়েজিদ বোস্তামী এলাকার ড্রাইভার কলোনীতে ৬০টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোকের বসবাস। আমরা দেশের বিভিন্ন জেলার নদী ভাঙ্গা এলাকার ভুমিহীন ও হতদরিদ্র জনগোষ্ঠী হই। ১৯৮৮ ও ৯১ সাল থেকে আমরা মেহনতি ও শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে ড্রাইভার কলোনীতে সরকারী পরিত্যক্ত খাস জায়গায় বসবাস করে আসিতেছি।

সম্প্রতি সিটি করপোরেশন উক্ত জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নালা সংস্কারের জন্য প্রায় আগাগোড়া ২০ফুট জায়গা অধিগ্রহণ করে। যা গত ২৪/০৫/২২ হঠাৎ করে কর্পোরেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র মহোদয় গিয়াসউদ্দিন উক্ত জায়গার উপর দিয়ে ডিওএইচএস আবাসিক এলাকার সংযোগ সড়ক নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহন করে।এবং উক্ত জায়গাটি জরিপ করেন।

এসময় তাঁরা আরো বলেন,আমরা যারা এখানে বিগত ৩২/৩৫ বছর ধরে বসবাসরত আছি আমাদেরকে কোন রকম নোটিশ না দিয়ে উচ্ছেদের জন্য শুধু মৌখিকভাবে ঘোষনা দেন। ভারপ্রাপ্ত মেয়র মহোদয়ের হঠাৎ এমন অঘোষিত ঘোষনায় আমরা বসবাসকারীরা দিশেহারা হয়ে পড়েছি।

আর বিনা নোটিশে হঠাৎ করে এ ধরনের আকষ্মিক ঘোষনায় আমাদের মাঝে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে। সরকারী জমি সরকারের প্রয়োজনে অধিগ্রহণ করবে তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু সময় না দিয়ে বিনা নোটিশে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে আমরা ভুমিহীন হতদরিদ্র শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবো। সময় সুযোগ না দিলে আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। সরকার এমন সুযোগ গরীব অসহায় মানুষদের না দিলে অসহায়ের সহায় কে হবেন।

সরকার যেখানে ১২লাখ রোহিঙ্গাকে আশ্রয় সুবিধাসহ সবকিছুই দিয়েছে সেই জায়গায় আমরা জন্মসূত্রে এদেশের নাগরিক হয়েও কেন? কোন? রহস্যজনকভাবে? আর কোন কারণে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হব? ও সামান্য মানবিক সুযোগ থেকেও বঞ্চিত হবো? আমাদের আরজি আমাদেরকে নিজেদের উদ্যেগে নিরাপদে উক্ত জায়গা থেকে সরে যাওয়ার জন্য অন্তত মানবিক বিবেচনায় শ্রমজীবী ভুমিহীন হতদরিদ্র জীর্ণশীর্ণ দুর্দদশায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১মাসের সময় দেয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি।

সরেজমিন দেখা যায়, উক্ত জায়গাটির কিছু অংশ সরকারি খাসভুমি ও শহরের জলবদ্ধতা নিরসন প্রকল্প ও খাল-খনন প্রজেক্টের কাজে বাঁধা প্রতিবন্ধকতার কারণে একাংশ ভাঙ্গার নির্দেশ ও পরিস্থিতিতে হতাশ ও নিরুপায়।এবং যে কোনো মুহুর্তে ভেঙ্গে দেওয়ার আতঙ্কে দিগ্বিদিক হারিয়ে দিশেহারা। এবং উচ্ছেদে ভুক্তভোগীদেরর দূঃখ আহাজারী আর্তনাদ যেন আকাশ বাতাস ভারী করে তুলেছে।

এ-বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র মোঃ গিয়াসউদ্দিন বলেন,
জলবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। সেজন্য
রাস্তাটি মাঝখান দিয়ে যাওয়ার কথা।কিন্তু তাদের সুবিধার্তেই আলোচনা সাপেক্ষে মানবিকদিক চিন্তা করেই একপাশে দিয়ে নেওয়া হবে তারা যাতে বেশি ক্ষতিগ্রস্থ না হয়।যাতে রাস্তাটিও হোক জলবদ্ধতা নিরসনের কাজও হোক এবং তারাও বেশি যেন ক্ষতিগ্রস্থ না হয়।
এ-সময় স্থানীয় লোকসহ,লোকাল কাউন্সিলর ও প্রশাসন সবাই মিলে কথা উভয়পক্ষের আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত হয়েছে।
আর এটা তো তাদের নিজস্ব জায়গাও তো নয়। আর অবৈধ দখলদারের কারণে ড্রেনেজ প্রকল্পে বাঁধা প্রতিবন্ধকতা কঠিন হয়ে যাচ্ছে সেটাও চিন্তা করা উচিত। মানবিক বিষয় আমরা অবশ্যই দেখছি
আমাদের সিটি করপোরেশনের আওতাভুক্ত ভবিষ্যতে অন্যকোন সংস্থানে তাদেরকে অগ্রঅধিকার দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের তালিকাও দিতে বলছি আমরা,

অনেক পূর্বেই তাদের নোটিশ করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত যেহেতু তারা আছে তাই সময় চাইতেই পারে। এটা মেয়র মহোদয় সিদ্ধান্ত দিবে।আর আতংকে থাকবে কেন? আতংকে থাকার তো কোন বিষয়ই নাই।

কোন অবৈধ জায়গায় যদি কেউ বসবাস করে আর প্রশাসন বা আইনগত নির্দেশে বলে যে,তাদের দাবিদাওয়া থাকলে পূর্ণর্বাসনের বিষটা দেখা হবে এটাই হল বিষয়।

প্রশ্ন হচ্ছে নৈতিকতা দিক থেকে একটা অবৈধ জায়গায় অবস্থানে কতটুকু যুক্তিসঙ্গত কতটা শুদ্ধ।

আপনারা সা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবেন,চট্টগ্রামে জলবদ্ধতার নিরসনে যারা বাঁধা ও অহেতুক অযুক্তিযুক্ত ভাবে নাগরিক অধিকার ক্ষুন্ন করছে সেটাও দেখা জরুরি প্রয়োজন বলে মনে আমি করি। সেটাও চিন্তা করা উচিত।
তাঁরা আরও বলেন,আপনরা মাঠে গিয়ে সরজমিনে দেখেন- আসলে কি করা হচ্ছে? আর তাদের সাথেই কি কথা হয়েছে? তাদেরকে কি কি সূযোগ সুবিধা দেওয়া হয়েছে? জিজ্ঞেস করলে জানতে পারবেন সবকিছুই ।

এ-বিষয়ে স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন,
এরা অনেক আগে থেকেই বিষয়টা জানে।আর এদের তো কোন বৈধতা নাই।তারপরও অনেক আগেই নোটিশ করা হয়েছে। পূর্বেও আমিই এ ব্যাপারে তাদের সবরকমের সহায়তা করেছি।
আর মানবিক দিকচিন্তা করেই মসজিদের পাশ দিয়ে রাস্তা ও মাত্র ৭টি ঘর ক্ষতিগ্রস্থ হবে।এতে মসজিদও রক্ষা হবে।আরও বেশি ভাঙ্গার কথা ছিল এ-ব্যপারে আমি তাদের অনেক সেভ করছি না হয় সব উচ্ছেদ হত। তাঁরা নিউজ বা অন্যকিছু করতে গেলে আরও জটিলতা ও ক্ষতিগ্রস্থ হবে আরও অনেক বেশি অবৈধভাবে সরকারি কাজে বাঁধা দেওয়ার কারণে।
তাছাড়া এগুলো সেনাবাহিনীর কাজ

আমরা যদি রোহিঙ্গাদের স্থান দিতে পারি আমিও চাই ওরাও কোন রকম থাকুক কারণ আমারি ভোটার এঁরা সকলে,
এ বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন,বিষয়টি আমার অবগত না তবে উক্ত বিষয়টি সম্পর্কে জানতে জলবদ্ধতা নিরসন,খাল-খনন ড্রেনেজ প্রকল্পের ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বলেন,এ-বিষয়ে আমি কিছুই জানি না আর বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবহিত করে নাই কিংবা জানাইও নাই। তবে নগর পিতা মেয়র মহোদয়ের বরাবরে শরাণাপন্ন হয়ে তারা বিষয় নিয়ে কথা বলে উপযুক্ত সমাধান পেতে পারে। বিষয়টি সবিস্তারে জানিয়ে মানবিক সহায়তাও পেতে পারে।

বিষয়টি সম্পর্কে জানতে জলবদ্ধতা নিরসন,খাল-খনন ড্রেনেজ প্রকল্পের ডাইরেক্টর ৩৪বিগ্রেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বিষয়টি সম্পর্কে বলেন,অবৈধর আবার কিসের নোটিশ কিসের কি?
এটা ২০১৯সালে দাগ দেওয়া তাঁরা ভাল করেই জানে ভেঙ্গে দেওয়া হবে। দীর্ঘ ৩বছর তারা অন্যায়ভাবে ভোগ দখল করেছে। অবৈধ দখলের আবার কিসের নোটিশ?এটা তো নতুন কিছু নয়, যে,তাদেরকে আবারও নতুন ভাবে জানাতে হবে।সবাই নিয়ম অনুযায়ী খালের জায়গা খালি করে দিচ্ছে, কিন্তু তারা কেন প্রতিশ্রুতি মত, খালি না করে, সময় চাওয়ার তো কোন কারণ হতে পারেনা।

তারা নিয়মের বাইরে কিছু করবে না। নিয়ম অনুযায়ী অনেক বেশি ক্ষতি হবে এক পর্যায়ে সব ভাঙ্গা পড়বে

নোটিশ তো তাঁদের ২০১৯সালেই দেওয়া। আমরা তো ফরমালি কোন এডিশন করছি না। আমরা তো ঐখান দিয়েই কাজ করতেছি এটাতো তারা দীর্ঘদিন ধরেই দেখতেছে। এমন-তো-না,যে হঠাৎ করে কাজ শুরু করছি তা-তো নয়, তাঁরা সব কিছুইজানেন। তাঁরা তো ভাল করেই জানে যে,কোন কাজটার পর, কোন কজটা করবে, এবং কখন ভাঙ্গা পড়বে কেন ভাঙ্গা পড়বে?

উচ্ছেদ বিষয়টা এটা তো একদিনের ব্যাপার না যে, আজকে বললাম কালকে ভেঙ্গে দিলাম ব্যাপারটা তো এমন না।তাঁরাই আমাদের বলে রাখছে যে,যখন দরকার হয় তখনই নিজ দায়িত্বে ভেঙ্গে দিবে বলে।এখন আবার তারাাই কি করে সময়ের জন্য দাবি করেন এ কথা বলবে কিসের জন্য?
যা সরকারি জায়গায় তাও আবার খালের জায়গা ঘর করে? কি কারণেই আবার মানববন্ধন করতে পারে তারা?

সামনে বর্ষামৌসুম আমরা এখন একমাসের জন্য সময় দিলে একবছর কাজ পিছিয়ে যাবে। তখন (সংবাদিক) আপনারাই কাজ বিলম্বিত ও জলবদ্ধতার সম্মুখীনে নগরবাসীর ভোগান্তি শত অবহেলা অভিযোগ তুলবেন।

আমরা যতটুকু খাল আছে ততটুকুই কাজ করে যাচ্ছি। আমি আমার জায়গায় কাজ করছি এতে কেন আরেক জনের আপত্তি বাঁধা অসুবিধা সমস্যা হবে? যেহেতু অনেক পূর্বেই তাঁরা তাদের নিজ থেকেই সরে যাওয়ার কথা। কথা অনুযায়ী সরে-তো সরেই নাই উল্টো
এখনোও দুইদিন বা তিনদিন সময় চাইতে পারে। আমরা যদি ব্যতিক্রম করি বা নিয়মের ব্যাত্তয় ঘটায় তাহলে কেহই আইনের উর্ধ্বে নয়,এটা সাধারণ মানুষের চোখেও পড়বে।
সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে খালের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য যাতে কোন অত্র এলাকা যাতে জলবদ্ধতার সম্মুখীন না হয় এ চেষ্টই করছি।

মসজিদ প্রসঙ্গে জানতে চাইলে বলেন,তবে মসজিদ কি আরেক জায়গায় করবে কি করবে না এটা ঐ এলাকার বাসিন্দাদের উপর নির্ভর করে। যদি খালের উপর ভাঙ্গা সম্ভাবনা থাকে তাহলে স্থানীয় তাদেরই উচিৎ হবে অন্য জায়গায় ভাঙ্গার আগেই স্থানান্তর করা।এটা স্থানীয় তাদেরই দায়িত্ব।এটা আমার দায়িত্ব না। তবে একদিকে সরকারি জায়গায় অন্যদিকে খাল দখলে যদি ধর্মীয় প্রতিষ্ঠান কে প্রদর্শন করা হয়। তা কোনভাবেই শুভনীয় নয়। জনবিঘ্নতা সৃষ্টি করে আর খালের উপর মসজিদ করে ধর্মীয় অনুভূতি প্রকাশ। এর পেছনে প্রশ্নবিদ্ধ অবস্থানে ও রহস্যের যেন জনমনে নেতিবাচক কোনো সমস্যা সৃষ্টি না হয়।এ ব্যাপারে উপযুক্ত যথাযথ সিদ্ধান্ত নেওয়া জরুরি ।আমিও ধর্ম অনুসরণ করি,আমিও চাই বিকল্প কোন উপায়ে আল্লাহর ঘর মসজিদ থাকুক।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

৩৫বছরের পুরনো বসতভিটায় অবস্থানকারীদের নোটিশবিহীন উচ্ছেদেসময় বাড়ানোসহ পুর্নবাসনে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৫৫:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ মে ২০২২

মোঃ শহিদুল ইসলাম

বিভাগীয় ব্যুরো।।
চট্টগ্রামে দীর্ঘ ৩৫বছরের পুরনো বসতভিটায় অবস্থানকারীদের নোটিশবিহীন উচ্ছেদ-কপাল পুড়লো পাঁচ শতাধিক ভূমিহীনের। উচ্ছেদের ফলে বসতভিটা হারাচ্ছেন ৫শ মানুষ যারা হতদারিদ্র ও অসহায় মানুষ। ভুমিহীন উচ্ছেদ করার বিরোধিতা ও প্রতিবাদ কর্মসূচী পালনে বসবাসকারী সকলেই উপস্থিত ছিলেন। নগরের মেইন রোড সংলগ্ন বায়েজিদ বোস্তামী ড্রাইভার কলোনী উচ্ছেদের সময় বাড়ানো এবং বসবাসকারী ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।নিরাপদে সরে যাওয়ার জন্য অন্তত ১মাসের সময় দেয়ার জন্য বিনীত অনুরোধ জানান তারা,

গত ২৬ মে,সকাল ১০টায় ২০২২ ইং মেইন রোড সড়ক পদক্ষিন করে তাদের স্থাপনার সামনে মেইন রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং সেইসাথে মাননীয় মেয়র মহোদয় বরাবর চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসক,চট্টগ্রাম বরাবর বরাবর দরখাস্ত অনুলিপিও পেশ করেন তারা।

ক্ষতিগ্রস্থরা দাবি করে বলেন, বায়েজিদ বোস্তামী এলাকার ড্রাইভার কলোনীতে ৬০টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক লোকের বসবাস। আমরা দেশের বিভিন্ন জেলার নদী ভাঙ্গা এলাকার ভুমিহীন ও হতদরিদ্র জনগোষ্ঠী হই। ১৯৮৮ ও ৯১ সাল থেকে আমরা মেহনতি ও শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে ড্রাইভার কলোনীতে সরকারী পরিত্যক্ত খাস জায়গায় বসবাস করে আসিতেছি।

সম্প্রতি সিটি করপোরেশন উক্ত জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নালা সংস্কারের জন্য প্রায় আগাগোড়া ২০ফুট জায়গা অধিগ্রহণ করে। যা গত ২৪/০৫/২২ হঠাৎ করে কর্পোরেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র মহোদয় গিয়াসউদ্দিন উক্ত জায়গার উপর দিয়ে ডিওএইচএস আবাসিক এলাকার সংযোগ সড়ক নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহন করে।এবং উক্ত জায়গাটি জরিপ করেন।

এসময় তাঁরা আরো বলেন,আমরা যারা এখানে বিগত ৩২/৩৫ বছর ধরে বসবাসরত আছি আমাদেরকে কোন রকম নোটিশ না দিয়ে উচ্ছেদের জন্য শুধু মৌখিকভাবে ঘোষনা দেন। ভারপ্রাপ্ত মেয়র মহোদয়ের হঠাৎ এমন অঘোষিত ঘোষনায় আমরা বসবাসকারীরা দিশেহারা হয়ে পড়েছি।

আর বিনা নোটিশে হঠাৎ করে এ ধরনের আকষ্মিক ঘোষনায় আমাদের মাঝে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে। সরকারী জমি সরকারের প্রয়োজনে অধিগ্রহণ করবে তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু সময় না দিয়ে বিনা নোটিশে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে আমরা ভুমিহীন হতদরিদ্র শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবো। সময় সুযোগ না দিলে আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। সরকার এমন সুযোগ গরীব অসহায় মানুষদের না দিলে অসহায়ের সহায় কে হবেন।

সরকার যেখানে ১২লাখ রোহিঙ্গাকে আশ্রয় সুবিধাসহ সবকিছুই দিয়েছে সেই জায়গায় আমরা জন্মসূত্রে এদেশের নাগরিক হয়েও কেন? কোন? রহস্যজনকভাবে? আর কোন কারণে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হব? ও সামান্য মানবিক সুযোগ থেকেও বঞ্চিত হবো? আমাদের আরজি আমাদেরকে নিজেদের উদ্যেগে নিরাপদে উক্ত জায়গা থেকে সরে যাওয়ার জন্য অন্তত মানবিক বিবেচনায় শ্রমজীবী ভুমিহীন হতদরিদ্র জীর্ণশীর্ণ দুর্দদশায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১মাসের সময় দেয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি।

সরেজমিন দেখা যায়, উক্ত জায়গাটির কিছু অংশ সরকারি খাসভুমি ও শহরের জলবদ্ধতা নিরসন প্রকল্প ও খাল-খনন প্রজেক্টের কাজে বাঁধা প্রতিবন্ধকতার কারণে একাংশ ভাঙ্গার নির্দেশ ও পরিস্থিতিতে হতাশ ও নিরুপায়।এবং যে কোনো মুহুর্তে ভেঙ্গে দেওয়ার আতঙ্কে দিগ্বিদিক হারিয়ে দিশেহারা। এবং উচ্ছেদে ভুক্তভোগীদেরর দূঃখ আহাজারী আর্তনাদ যেন আকাশ বাতাস ভারী করে তুলেছে।

এ-বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র মোঃ গিয়াসউদ্দিন বলেন,
জলবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। সেজন্য
রাস্তাটি মাঝখান দিয়ে যাওয়ার কথা।কিন্তু তাদের সুবিধার্তেই আলোচনা সাপেক্ষে মানবিকদিক চিন্তা করেই একপাশে দিয়ে নেওয়া হবে তারা যাতে বেশি ক্ষতিগ্রস্থ না হয়।যাতে রাস্তাটিও হোক জলবদ্ধতা নিরসনের কাজও হোক এবং তারাও বেশি যেন ক্ষতিগ্রস্থ না হয়।
এ-সময় স্থানীয় লোকসহ,লোকাল কাউন্সিলর ও প্রশাসন সবাই মিলে কথা উভয়পক্ষের আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত হয়েছে।
আর এটা তো তাদের নিজস্ব জায়গাও তো নয়। আর অবৈধ দখলদারের কারণে ড্রেনেজ প্রকল্পে বাঁধা প্রতিবন্ধকতা কঠিন হয়ে যাচ্ছে সেটাও চিন্তা করা উচিত। মানবিক বিষয় আমরা অবশ্যই দেখছি
আমাদের সিটি করপোরেশনের আওতাভুক্ত ভবিষ্যতে অন্যকোন সংস্থানে তাদেরকে অগ্রঅধিকার দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের তালিকাও দিতে বলছি আমরা,

অনেক পূর্বেই তাদের নোটিশ করা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত যেহেতু তারা আছে তাই সময় চাইতেই পারে। এটা মেয়র মহোদয় সিদ্ধান্ত দিবে।আর আতংকে থাকবে কেন? আতংকে থাকার তো কোন বিষয়ই নাই।

কোন অবৈধ জায়গায় যদি কেউ বসবাস করে আর প্রশাসন বা আইনগত নির্দেশে বলে যে,তাদের দাবিদাওয়া থাকলে পূর্ণর্বাসনের বিষটা দেখা হবে এটাই হল বিষয়।

প্রশ্ন হচ্ছে নৈতিকতা দিক থেকে একটা অবৈধ জায়গায় অবস্থানে কতটুকু যুক্তিসঙ্গত কতটা শুদ্ধ।

আপনারা সা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবেন,চট্টগ্রামে জলবদ্ধতার নিরসনে যারা বাঁধা ও অহেতুক অযুক্তিযুক্ত ভাবে নাগরিক অধিকার ক্ষুন্ন করছে সেটাও দেখা জরুরি প্রয়োজন বলে মনে আমি করি। সেটাও চিন্তা করা উচিত।
তাঁরা আরও বলেন,আপনরা মাঠে গিয়ে সরজমিনে দেখেন- আসলে কি করা হচ্ছে? আর তাদের সাথেই কি কথা হয়েছে? তাদেরকে কি কি সূযোগ সুবিধা দেওয়া হয়েছে? জিজ্ঞেস করলে জানতে পারবেন সবকিছুই ।

এ-বিষয়ে স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন,
এরা অনেক আগে থেকেই বিষয়টা জানে।আর এদের তো কোন বৈধতা নাই।তারপরও অনেক আগেই নোটিশ করা হয়েছে। পূর্বেও আমিই এ ব্যাপারে তাদের সবরকমের সহায়তা করেছি।
আর মানবিক দিকচিন্তা করেই মসজিদের পাশ দিয়ে রাস্তা ও মাত্র ৭টি ঘর ক্ষতিগ্রস্থ হবে।এতে মসজিদও রক্ষা হবে।আরও বেশি ভাঙ্গার কথা ছিল এ-ব্যপারে আমি তাদের অনেক সেভ করছি না হয় সব উচ্ছেদ হত। তাঁরা নিউজ বা অন্যকিছু করতে গেলে আরও জটিলতা ও ক্ষতিগ্রস্থ হবে আরও অনেক বেশি অবৈধভাবে সরকারি কাজে বাঁধা দেওয়ার কারণে।
তাছাড়া এগুলো সেনাবাহিনীর কাজ

আমরা যদি রোহিঙ্গাদের স্থান দিতে পারি আমিও চাই ওরাও কোন রকম থাকুক কারণ আমারি ভোটার এঁরা সকলে,
এ বিষয়ে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন,বিষয়টি আমার অবগত না তবে উক্ত বিষয়টি সম্পর্কে জানতে জলবদ্ধতা নিরসন,খাল-খনন ড্রেনেজ প্রকল্পের ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বলেন,এ-বিষয়ে আমি কিছুই জানি না আর বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবহিত করে নাই কিংবা জানাইও নাই। তবে নগর পিতা মেয়র মহোদয়ের বরাবরে শরাণাপন্ন হয়ে তারা বিষয় নিয়ে কথা বলে উপযুক্ত সমাধান পেতে পারে। বিষয়টি সবিস্তারে জানিয়ে মানবিক সহায়তাও পেতে পারে।

বিষয়টি সম্পর্কে জানতে জলবদ্ধতা নিরসন,খাল-খনন ড্রেনেজ প্রকল্পের ডাইরেক্টর ৩৪বিগ্রেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বিষয়টি সম্পর্কে বলেন,অবৈধর আবার কিসের নোটিশ কিসের কি?
এটা ২০১৯সালে দাগ দেওয়া তাঁরা ভাল করেই জানে ভেঙ্গে দেওয়া হবে। দীর্ঘ ৩বছর তারা অন্যায়ভাবে ভোগ দখল করেছে। অবৈধ দখলের আবার কিসের নোটিশ?এটা তো নতুন কিছু নয়, যে,তাদেরকে আবারও নতুন ভাবে জানাতে হবে।সবাই নিয়ম অনুযায়ী খালের জায়গা খালি করে দিচ্ছে, কিন্তু তারা কেন প্রতিশ্রুতি মত, খালি না করে, সময় চাওয়ার তো কোন কারণ হতে পারেনা।

তারা নিয়মের বাইরে কিছু করবে না। নিয়ম অনুযায়ী অনেক বেশি ক্ষতি হবে এক পর্যায়ে সব ভাঙ্গা পড়বে

নোটিশ তো তাঁদের ২০১৯সালেই দেওয়া। আমরা তো ফরমালি কোন এডিশন করছি না। আমরা তো ঐখান দিয়েই কাজ করতেছি এটাতো তারা দীর্ঘদিন ধরেই দেখতেছে। এমন-তো-না,যে হঠাৎ করে কাজ শুরু করছি তা-তো নয়, তাঁরা সব কিছুইজানেন। তাঁরা তো ভাল করেই জানে যে,কোন কাজটার পর, কোন কজটা করবে, এবং কখন ভাঙ্গা পড়বে কেন ভাঙ্গা পড়বে?

উচ্ছেদ বিষয়টা এটা তো একদিনের ব্যাপার না যে, আজকে বললাম কালকে ভেঙ্গে দিলাম ব্যাপারটা তো এমন না।তাঁরাই আমাদের বলে রাখছে যে,যখন দরকার হয় তখনই নিজ দায়িত্বে ভেঙ্গে দিবে বলে।এখন আবার তারাাই কি করে সময়ের জন্য দাবি করেন এ কথা বলবে কিসের জন্য?
যা সরকারি জায়গায় তাও আবার খালের জায়গা ঘর করে? কি কারণেই আবার মানববন্ধন করতে পারে তারা?

সামনে বর্ষামৌসুম আমরা এখন একমাসের জন্য সময় দিলে একবছর কাজ পিছিয়ে যাবে। তখন (সংবাদিক) আপনারাই কাজ বিলম্বিত ও জলবদ্ধতার সম্মুখীনে নগরবাসীর ভোগান্তি শত অবহেলা অভিযোগ তুলবেন।

আমরা যতটুকু খাল আছে ততটুকুই কাজ করে যাচ্ছি। আমি আমার জায়গায় কাজ করছি এতে কেন আরেক জনের আপত্তি বাঁধা অসুবিধা সমস্যা হবে? যেহেতু অনেক পূর্বেই তাঁরা তাদের নিজ থেকেই সরে যাওয়ার কথা। কথা অনুযায়ী সরে-তো সরেই নাই উল্টো
এখনোও দুইদিন বা তিনদিন সময় চাইতে পারে। আমরা যদি ব্যতিক্রম করি বা নিয়মের ব্যাত্তয় ঘটায় তাহলে কেহই আইনের উর্ধ্বে নয়,এটা সাধারণ মানুষের চোখেও পড়বে।
সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে খালের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য যাতে কোন অত্র এলাকা যাতে জলবদ্ধতার সম্মুখীন না হয় এ চেষ্টই করছি।

মসজিদ প্রসঙ্গে জানতে চাইলে বলেন,তবে মসজিদ কি আরেক জায়গায় করবে কি করবে না এটা ঐ এলাকার বাসিন্দাদের উপর নির্ভর করে। যদি খালের উপর ভাঙ্গা সম্ভাবনা থাকে তাহলে স্থানীয় তাদেরই উচিৎ হবে অন্য জায়গায় ভাঙ্গার আগেই স্থানান্তর করা।এটা স্থানীয় তাদেরই দায়িত্ব।এটা আমার দায়িত্ব না। তবে একদিকে সরকারি জায়গায় অন্যদিকে খাল দখলে যদি ধর্মীয় প্রতিষ্ঠান কে প্রদর্শন করা হয়। তা কোনভাবেই শুভনীয় নয়। জনবিঘ্নতা সৃষ্টি করে আর খালের উপর মসজিদ করে ধর্মীয় অনুভূতি প্রকাশ। এর পেছনে প্রশ্নবিদ্ধ অবস্থানে ও রহস্যের যেন জনমনে নেতিবাচক কোনো সমস্যা সৃষ্টি না হয়।এ ব্যাপারে উপযুক্ত যথাযথ সিদ্ধান্ত নেওয়া জরুরি ।আমিও ধর্ম অনুসরণ করি,আমিও চাই বিকল্প কোন উপায়ে আল্লাহর ঘর মসজিদ থাকুক।