পাথরঘাটার রায়হানপুরে কুকুরের কামড়ে ৩ বছরের শিশু আহত
- আপডেট টাইম : ০৩:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ৩৯৫ ৫০০০.০ বার পাঠক
নুর এ আলম, পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়ায় পাগল কুকুরের কামড়ে একটি ৩ বছরের শিশুর মাথায় ২২ টি সেলাই লেগেছে।
গতকাল রবিবার বিকেল চারটার দিকে এমন ঘটনা ঘটে, শিশুটির বাবার নাম মোঃ হাবিব হাওলাদার পেশায় একজন ক্ষুদ্র ব্যাবসায়ী ঐ বাড়ির লোকজনের বক্তব্য অনুযায়ী কামড় দেয়া কুকুর টি কিছু দিন ধরে পাগল হয়েছিলো, এলাকার লোকজন মারার চেষ্টাও করেছিলো, কিন্তু মারতে সক্ষম হয়নি ঐ দিনই বিকেলে ঘটে এমন করুণ ঘটনা, শিশুটি কে প্রাথমিক চিকিৎসার জন্য কাকচিড়া ডা. শওকত হোসেন এর নিকটে নিয়ে আসা হয় তিনি শিশুটির সেলাই সহ প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু মা বাবার হা হা কার যেন থামছেই না।
এ ব্যাপারে এলাকার ইউ পি সদস্য মোঃ মনজুরুল আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন যে, এলাকার লোকজন আমাকে কয়েকদিন পূর্ব থেকেই বলেছিলো যে, কুকুর টি পাগল হয়ে গেছে, আমিও কুকুরের মালিকদের ডেকে মারতে বলেছিলাম, কিন্তু এমন ঘটনা যে ঘটে যাবে তা জানা ছিলো না, অবশেষে আজ সোমবার জানা যায় যে এলাকার লোকজন মিলে সেই পাগল কুকুর টিকে মেরে ফেলেছে। শিশুটির বাবা মোঃ হাবিব হাওলাদার জানান যে, যারা কুকুর পালতো তারা আমার বাড়িরই প্রতিবেশী তাদের সাথে কথা হয়েছে চিকিৎসা সহ যাবতীয় সকল খরচ তারা বহন করার
স্বীকার করেছেন।