কবে যুদ্ধ শেষ হতে পারে জানালেন ইউক্রেনের জেনারেল

- আপডেট টাইম : ১২:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ২১৬ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় তিনমাস হতে চলল। চলমান আগ্রাসনে উভয়পক্ষেই কেউই এক তরফা সাফল্য না পেলেও এর প্রভাব পড়তে শুরু করেছে সারা বিশ্বে। তাই কবে যুদ্ধ শেষ হবে তা বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এই পরিস্থিতিতে কবে যুদ্ধ শেষ হবে তা নিয়ে ভবিষ্যতাবাণী করেছেন ইউক্রেনের একজন জেনারেল। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ আগস্টের মাঝামাঝি সময়ে একটি টার্নিং পয়েন্টে পৌঁছাবে এবং সম্ভবত বছরের শেষ নাগাদ যুদ্ধের সমাপ্তি ঘটবে।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগস্টে দ্বিতীয়ার্ধে ব্রেকিং পয়েন্টটি ঘটবে এবং বেশিরভাগ সক্রিয় যুদ্ধ কার্যক্রম এই বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে।
তিনি বলেন, এর ফলে দোনবাস এবং ক্রিমিয়াসহ আমাদের হারিয়ে সব অঞ্চলে আমরা নতুন করে ইউক্রেনের দখলে নেব।