নওগাঁ আত্রাইয়ে পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত
- আপডেট টাইম : ০৯:৪৯:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ মে ২০২২
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কালীগ্রাম পরগনার নিজস্ব জমিদারি পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ মে) সকালে পতিসর কাচারিবাড়ি দেবেন্দ্র মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল (জন), নওগাঁ-৬ আসনে সংসদ সদস্য আনোয়ার হোসেন (হেলাল), সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পি এম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজ বাংলা বিভাগ সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুল আলম।