ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে,প্রচার প্রচারনায় আওয়ামীলীগ সহ এবার সর্বস্তরের জনগণ
- আপডেট টাইম : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ৪৪৮ ৫০০০.০ বার পাঠক
কালীগঞ্জ দেবহাটা।।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়িয়া ইউনিয়নে নিজেদের উদ্দোগে প্রচারে নেমেছেন সাধারন জনতা।জনগনের একটাই স্লোগান আমরা ভুল করতে রাজি নই।ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের দাবী,সজল মুখার্জিকে দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দোওয়া হোক। জনগন এবার পন করেছেন তাদের মনোনিত প্রার্থীকে দলিয় প্রতিকে নির্বাচন করানোর জন্য। ক্ষমতাসীন দলের কাউন্সিলরদের ভোটে প্রত্যেকবার ইউনিয়ন আঃলীগের সভাপতি সজল মুখার্জি আকাশছোয়া ভোট পেলেও।কোনো অপশক্তির অপকৌশলে তাকে দমিয়ে রাখা হয়।সৎ ভদ্র শিক্ষিত হতদরিদ্র মেহনতী মানুষের আস্থার প্রতীক সজল মুখার্জির জন্য।দল মত নির্বিশেসে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন জনতার প্রচার প্রচারনা।একজন হিন্দু ধর্মাবলম্বনকারী সজলের জন্য নির্বাচনীয় প্রচারে দেখা মিলছে।মসজিদের ইমাম,মুয়াজ্জিন,ময় মুরুব্বী,শিশু বৃদ্ধা পর্যন্ত।তাদের একটাই দাবী দলিয় মনোনয়ন চাই সকল অপশক্তির অবসান ঘটিয়ে।যোগ্যপ্রার্থী সজল মুখার্জিকে নিয়ে নৌকা প্রতিকে নির্বাচন করতে ইচ্ছুক।
একটি বিশেষ সাক্ষাতকারে কালীগঞ্জ ইউনিয়ন আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক ধলবাড়িয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি সজল মুখার্জি বলেন।আমি নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়।জনগনের ইচ্ছাই আমার ইচ্ছা।আমি দলিয় মনোনয়ন প্রত্যাশী,দলের উদ্ধতন কর্মকর্তারা যদি আমাকে যোগ্য মনে করে দলিয় মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো।আমি চাই ধলবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন।কালীগঞ্জ থানার উন্নয়ন।সাতক্ষীরা জেলার উন্নয়ন।সোনার বাংলার উন্নয়ন।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে।সাতক্ষীরা ৪ আসনের নৌকার মাঝি জনবান্ধন বাংলাদেশ সরকারের দুই দুইবারের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের দেখানো পথ অনুসরণ করে মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই।দুস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই। অসুস্থ রুগি,প্রতিবন্ধী,গৃহহীন,মসজিদ মাদরাসা মন্দীর সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে দেশের উন্নয়নে কাজ করতে চাই।আমি আপনাদেরই সজল জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো।আমি আমার দৃষ্টিকে সবসময় সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি।আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে।জানি করোনার হতবিহুল থাবায় উপরোক্ত কথাগুলি খুব বেশি মানন সহি নয়।আমার রাজনৈতিক বিষয় নিয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে।আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব “আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে আপনারা আমাকে আপনাদের মনের মনিকোঠায় জায়গা দিন।আসুন সংঘাত নয় সমাধান চাই।আপনি আমি ভাই ভাই।সরকারের নির্দেশনা মেনে চলি সুখী সুন্দর জীবন গড়ি।