তিন জনপ্রতিনিধির ফুটপাত দখল ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে তীব্র যানজট (পর্ব-১)
- আপডেট টাইম : ০৩:০৫:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৪৬৮ ৫০০০.০ বার পাঠক
প্রধান প্রতিবেদক।।
ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলা চিটাং রোডে মহাসড়কের রাস্তার দুই পাশ দখল করে কয়েক শত অবৈধ দোকান বসিয়ে লাইনম্যান জামালকে দিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা,দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে আসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড,৪ নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড কাউন্সিলের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়.ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের চিটাগাং রোডের ফুটপাত দখলের বিষয়ে জানার জন্য ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন,৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিন এর মুঠোফোনে বারবার কল করার পরেও তিন জনপ্রতিনিধির কেউই কল রিসিভ করেননি.আসন্ন ঈদ যাত্রা কে সামনে রেখে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ মাইকিং করে ঘোষণা করে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কের চিটাং রোডের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করবেন কিন্তু অদৃশ্য কারণে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ এর মহাসড়কের ফুটপাত আজো উচ্ছেদ করা হয়নি.মহাসড়কের অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর মুঠোফোনে বারবার কল করে কোনো সাড়া পাওয়া যায়নি.ঢাকা চট্টগ্রাম ও সিলেটে মহাসড়কের চিটাং রোডে মহাসড়কের দুইপাশ দখল করে অবৈধ দোকানপাট বসার কারণে কয়েক মাইল দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়,আসন্ন ঈদ যাত্রাকে যানজট মুক্ত করতে মহাসড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জোর দাবি জানায় যাত্রী ও সাধারণ মানুষ…(বিস্তারিত দ্বিতীয় পর্বে)