ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান

মোংলায় ভূমিদস্যু আব্বাস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ওমর ফারুক : মোংলা শিল্প অঞ্চলের দিগরাজ এলাকায় চিহিত ভূমিদস্যু আব্বাস
বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অসংখ্য মামলা ও অভিযোগ
থাকার পরও থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। আইন প্রয়োগকারী সংস্থাকে
তোয়াক্কা না করে চলমান ভূমি দস্যুদের কর্মকান্ড এলাকার সংখ্যালঘু
পরিবারগুলো ভীত সম্মত। মামলা ও এলাকাবাসী সূএে জানা যায় যে, মোংলা
কোস্টগার্ড অফিসের দক্ষিন পাশে সবুজ দাস (৩৫) সজল দাস (৪০) এর জমি রয়েছে।
সংখ্যালঘু এই পরিবারের জমির উপর নজর পড়ে এই ভূমি গ্রাসী আব্বাস জোমাদ্দার
(৫০) সিদ্দিক জোমাদ্দার (৪০) ও ইদ্রিস জোমাদ্দার (৩৫) গংদের। বিভিন্ন সময়
আব্বাস গং ভূয়া কাগজ তৈরী করে এই জমি দখলে নিতে চায়। এ নিয়ে আদালতে
কয়েকটি মামলা সবুজ দাস ও সজল দাসদের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস
গংরা নানা ভাবে সংখ্যালগু পরিবারটিকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
সংখ্যালঘু পরিবারটি এলাকায় গন্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি ও আইন শৃংখলা
বাহিনীর কাছ থেকে কোন প্রতিকার পায়নি বলে এলাকাবাসী জানান। গত শনিবার রাত
সাড়ে ৩ টার দিকে আব্বাস, সিদ্দিকও ইদ্রিস গংরা প্রায় ৪০ জনের একটি দল
দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে সবুজদের জমির উপর। সন্ত্রাসীদের
তান্ডব লীলায় পুরো এলাকায় আতংক ছড়িয়েছে। লোকজন বাড়ী ঘর ছেড়ে দিকবেদিক
ছোটাছুটি করতে থাকে। এর মধ্যেই সন্ত্রাসীরা সবুজ দাস ও সজল দাসের জমির
সীমানা ভেঙে ফেলে এবং তাদের একটি ঘর ভাংচুর করে। ভোর বেলায় এলাকাবাসীর
প্রতিরোধের মুখে আব্বাস গংরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সবুজ ও তার
পরিবারবর্গ জায়গাস্থলে আসলে সন্ত্রারাসীরা পুর্নরায় সবুজ পরিবারের উপর
হামলা করে। এসময় সন্ত্রারাসীরা সবুজের বৃদ্দা মা সহ কয়েক জনকে লাঠি ও
লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মহিলাদের শ্লীহানী ঘটায়। আহতদের
কয়েকজন মোংলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রথম দফা হামলার সময়ে
আব্বাস গংরা সবুজ ও সজলের জমিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার নির্মান
সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়, ঘটনার সময় আব্বাস গংরা পুরো এলাকায় এাসের সৃষ্টি
করে । এদের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলার সাহস পায়না। এই ঘটনায় সবুজদাস
বাদী হয়ে মোংলা থানায় ১৬/০৪/২২ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং
১৩। মামলায় আসামী ৬ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মোংলা থানার ওসি
মনিরুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা প্রকাশ রায় বলেন, মামলাটি তদন্তধীন।
অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। দিগরাজ এলাকায় আর কোন আইন শৃংখলার
অবনতি না ঘটে পুলিশ সে ব্যাপারে সজাগ রয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে

মোংলায় ভূমিদস্যু আব্বাস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট টাইম : ০৯:৫৮:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ২০ এপ্রিল ২০২২

ওমর ফারুক : মোংলা শিল্প অঞ্চলের দিগরাজ এলাকায় চিহিত ভূমিদস্যু আব্বাস
বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অসংখ্য মামলা ও অভিযোগ
থাকার পরও থেমে নেই তাদের সন্ত্রাসী কার্যক্রম। আইন প্রয়োগকারী সংস্থাকে
তোয়াক্কা না করে চলমান ভূমি দস্যুদের কর্মকান্ড এলাকার সংখ্যালঘু
পরিবারগুলো ভীত সম্মত। মামলা ও এলাকাবাসী সূএে জানা যায় যে, মোংলা
কোস্টগার্ড অফিসের দক্ষিন পাশে সবুজ দাস (৩৫) সজল দাস (৪০) এর জমি রয়েছে।
সংখ্যালঘু এই পরিবারের জমির উপর নজর পড়ে এই ভূমি গ্রাসী আব্বাস জোমাদ্দার
(৫০) সিদ্দিক জোমাদ্দার (৪০) ও ইদ্রিস জোমাদ্দার (৩৫) গংদের। বিভিন্ন সময়
আব্বাস গং ভূয়া কাগজ তৈরী করে এই জমি দখলে নিতে চায়। এ নিয়ে আদালতে
কয়েকটি মামলা সবুজ দাস ও সজল দাসদের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস
গংরা নানা ভাবে সংখ্যালগু পরিবারটিকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
সংখ্যালঘু পরিবারটি এলাকায় গন্যমান্য ব্যক্তি, জন প্রতিনিধি ও আইন শৃংখলা
বাহিনীর কাছ থেকে কোন প্রতিকার পায়নি বলে এলাকাবাসী জানান। গত শনিবার রাত
সাড়ে ৩ টার দিকে আব্বাস, সিদ্দিকও ইদ্রিস গংরা প্রায় ৪০ জনের একটি দল
দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে সবুজদের জমির উপর। সন্ত্রাসীদের
তান্ডব লীলায় পুরো এলাকায় আতংক ছড়িয়েছে। লোকজন বাড়ী ঘর ছেড়ে দিকবেদিক
ছোটাছুটি করতে থাকে। এর মধ্যেই সন্ত্রাসীরা সবুজ দাস ও সজল দাসের জমির
সীমানা ভেঙে ফেলে এবং তাদের একটি ঘর ভাংচুর করে। ভোর বেলায় এলাকাবাসীর
প্রতিরোধের মুখে আব্বাস গংরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে সবুজ ও তার
পরিবারবর্গ জায়গাস্থলে আসলে সন্ত্রারাসীরা পুর্নরায় সবুজ পরিবারের উপর
হামলা করে। এসময় সন্ত্রারাসীরা সবুজের বৃদ্দা মা সহ কয়েক জনকে লাঠি ও
লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মহিলাদের শ্লীহানী ঘটায়। আহতদের
কয়েকজন মোংলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রথম দফা হামলার সময়ে
আব্বাস গংরা সবুজ ও সজলের জমিতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার নির্মান
সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়, ঘটনার সময় আব্বাস গংরা পুরো এলাকায় এাসের সৃষ্টি
করে । এদের বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলার সাহস পায়না। এই ঘটনায় সবুজদাস
বাদী হয়ে মোংলা থানায় ১৬/০৪/২২ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং
১৩। মামলায় আসামী ৬ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মোংলা থানার ওসি
মনিরুল ইসলাম ও তদন্তকারী কর্মকর্তা প্রকাশ রায় বলেন, মামলাটি তদন্তধীন।
অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। দিগরাজ এলাকায় আর কোন আইন শৃংখলার
অবনতি না ঘটে পুলিশ সে ব্যাপারে সজাগ রয়েছে।