পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সেটেলমেন্ট অফিসের তথাকথিত স্টাফ দাবীদার মোফাজ্জল হোসেনের ওপেন সিক্রেটে টাকা নেয়ার প্রমাণ মিলল

- আপডেট টাইম : ০৭:৩৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ২৮৪ ১৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
তাকে মূলত সহকারী সেটেলমেন্ট অফিসারের টেবিলেই বেশি দেখা যেত।
এই সেই মোফাজ্জল যার বিরুদ্ধে টাকা নেয়ার ছবি প্রকাশ হওয়ায় আজ অর্থাৎ ১৮ এপ্রিল ২০২২ বিকালে পূর্ব শত্রুতার জের ধরেই- আমি সমস্যা জনিত কয়েকজন ব্যক্তি তাদের জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার মফিজুর রহমানের নিকট দেখা করতে গেলে সেই সুযোগের সন্ধানে ওঁৎ পেতে থাকা মোফাজ্জল নিজেকে নির্দোষ বানিয়ে নেয়ার জন্য আমার পরনের জুব্বা ধরে টানা হেঁচড়া করতে থাকে আর আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিয়ে, আমাকে ফাঁসানোর জন্য চিকিৎকার করে বলতে থাকেন আপনি টাকা নিয়েছেন আমি তার প্রতি উত্তরে বারবার বলতে থাকি আমি কেন টাকা নিব। এমনকি ভিডিও করেন। শুধু তাই নয়, সে আমার মোবাইল ও ব্যাগ চিনিয়ে নেয় এবং মোটরসাইকেলের চাবি কাঁড়িয়ে নেয়। এবং অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালায়৷ আমি কোন রকম জানে বেরিয়ে আসি।
অসহায় ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়কারী একজন ঘুষখোর সে কিভাবে সেটেলমেন্ট অফিসে চাকরি পেল তার জবাব দিবেন কর্তৃপক্ষ।
কোন নিয়োগের ভিত্তিতে? কখন? কিভাবে নিয়োগ পেল সেই মোফাজ্জল?
টাকা আদায়ের ভাগবাটোয়ারা পেত কারা কারা? এই প্রশ্ন গুলোর জবাবের অপেক্ষায়…জনগণ।