অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে “প্রাণপ্রিয় সুইট” প্রতারিত হচ্ছে ভোক্তা.(পর্ব-১)
- আপডেট টাইম : ০৪:৪৮:২১ অপরাহ্ণ, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৯৫ ৫০০০.০ বার পাঠক
প্রধান প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন মাবিয়া সুপার মার্কেটের নিচ তলায় প্রাণপ্রিয় সুইট এর কারখানা ও বিপণন প্রতিষ্ঠান,সরোজমিনে প্রাণপ্রিয় সুইট এর কারখানা পরিদর্শনে গেলে কারখানার ম্যানেজার নিজাম এর নেতৃত্বে শ্রমিকরা বাধা সৃষ্টি করে পরবর্তীতে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার গোপন ক্যামেরায় প্রাণপ্রিয় সুইট কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের চিত্র উঠে আসে. প্রাণপ্রিয় সুইট কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের মধ্যে পোড়া তেল খাওয়ার অনুপযোগী পানি দিয়ে তৈরি হচ্ছে বাহারি সাদা,কালো মিষ্টি,মৌচাক,খিরচপ,বাদশাভোগ,লেনছা,ছানা,রাজভোগ,ছানা সন্দেশ,দই,রসমালাই,চমচম দীর্ঘদিন থেকে বাজারজাত করে আসছেন মালিক শাহাবুদ্দিন সাবু.পরবর্তীতে প্রাণপ্রিয় সুইট এর মালিক শাহাবুদ্দিন সাবু’র মুঠোফোনে কারখানার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এর বিষয়ে জানতে চাওয়া হলে এই প্রতিবেদক উপর ক্ষিপ্ত হয়ে বলেন আমি নারায়ণগঞ্জের ডন আমার প্রাণপ্রিয় সুইট কারখানা আমি যেইভাবে খুশি সেই ভাবে পরিচালনা করব কেউ আমার কিছু করতে পারবে না,কিছু সময় পরে ফরহাদ নামে জনৈক এক ব্যক্তি এই প্রতিবেদকের মুঠোফোনে কল দিয়ে উৎকোচ এর প্রস্তাব দেয় এবং সংবাদ প্রকাশ না করার জন্য বলে.এখানে উল্লেখ্য প্রাণপ্রিয় সুইট কারখানার অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন করার কারণে ভোক্তাদের মাঝে ডায়রিয়াসহ বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে,আরো উল্লেখ্য বিষয় প্রাণপ্রিয় সুইট কারখানা দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে অবৈধ গ্যাস,(বিস্তারিত আগামী পর্বে)