ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা
- আপডেট টাইম : ১০:৩৩:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
সোহেল তানভীর, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি।।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,বিশেষ অতিথি অতিরিক্ত হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মহুঃ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,পৌর মেয়র অঞ্জুমান আরা বন্যা,উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটুসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়।
তাই বর্তমান প্রজন্মকে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তাবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তাছাড়া বর্তমান প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌছে দেয়ারও আহবান জানান বক্তারা।