সাভারে ইটভাটার অভিযানের দেড় লক্ষ টাকা জরিপানা
- আপডেট টাইম : ০৪:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি গোলাপি আক্তার তিশা।।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সাভারে বলিয়া পুরো আমিন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে আমিনবাজার সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন
দিন ব্যাপি ম্নাম্যমাণ আদালতের অভিযান এর ইটভাটার অনুমতি না থাকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় এ বিসি
ব্রিকস ও ভাকুর্তা এলাকায় বিএমসি আনচিক ভেঙ্গে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়
ঢাকা সাভারে আইনের তোয়াক্কা না করে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আমিনবাজার ও বলিয়াপুর এলাকায় পাঁচটি ইটভাটার অভিযান পরিচালনা করে নবায়ন না থাকায় তিনটি ইটভাটার মালিকের দেড় লক্ষ টাকা জরিমানা এবং দুইটি ইটভাটার মালিক আংশিক ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বলেন। হাইকোর্টের নির্দেশ অনুসারে যেসব ইটভাটার কাগজপত্রও নেই সেই ভাটাগুলো বন্ধের নির্দেশনা রয়েছে।
তাই পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধ ভাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এছাড়া আমিন বাজার চাঁদপুর এলাকায় এইচএমবি একেবি ও সোনার বাংলা ইট ভাটায়৫০হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন তাই ধারাবাহিকতায় আমিন বাজার এলাকায় এইচএমবি একেবি ও সোনার বাংলা ইটভাটা দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া এ বি সি ও বিএসসি ইটভাটা কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন এই এলাকায় অবৈধ কোন ইটভাটা রাখা হবে না আগামীতে আমাদের অভিযান চলবে এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।