সংবাদ শিরোনাম ::
বান্দাইখাড়া বাজারে নেই কোনো টয়লেট জনগণ দিশাহারা

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ২০৮ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর আত্রাইয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে নেই কোনো টয়লেট জনগণ দিশেহারা এ বাজারে প্রায় ৪০০ দোকানপাট আছে বান্দাইখাড়া একটি নামকরা হাট বসে সোমবার এবং শুক্রবার এখানে অনেক ক্রেতা বিক্রেতা আসে। দোকানদার মো:ফেলু সরদার বলেন আমার যদি টয়লেটের প্রয়োজন হয় তাহলে দোকান বন্ধ করে বাসায় চলে যায় এ বাজারের দোকানদার পলাশ চৌধুরী জানান বহুদিন যাবত বান্দাইখাড়া বাজারে টয়লেট নষ্ট হয়ে পড়ে আছে তিনি বলেন বান্দাইখাড়া বাজারে সরকারি টয়লেট আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে সংস্কার করার কোনো মানুষ নেই তিনি আরো বলেন আমি উপজেলা প্রশাসনের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন জনগণের স্বার্থে অতি দ্রুত সংস্কার করা হয়।
আরো খবর.......