জামাতে নামাজ পড়ে উপহার পেলেন বাইসাইকেল
- আপডেট টাইম : ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল আহমেদ।
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে শৈলডুবি বাইতুল জান্নাত জামে মসজিদে ৪০ দিনে ২০০ রাকাত নামাজ জামাতের সাথে পড়ে চব্বিশ কিশোর উপহার পেয়েছে বাইসাইকেল। গতকাল বিকেলে বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে তাদের উপহার তুলে দেওয়া হয়। মাহাবুব গ্রুপের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সার্বিক সহযোগিতায় এই উপহার দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবে খোদা অফিসার ইনচার্জ কাশিমপুর থানা। উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান সভাপতি বাইতুল জান্নাত জামে মসজিদ। এমন উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। কিশোর বয়সে এমন ভাল একটা কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা। তিনি বলেন নামাজে মনযোগী হলে কোন কিশোরই খারাপ পথে যাবেনা আশা করি।আমাদের দেশে এমন উদ্যোগ খুব ভাল।বাইসাইকেল পেয়ে আনন্দে উল্লাসিত কিশোরাও।