ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ইসকন ইস্যুতে সিদ্ধান্ত জানাল হাইকোর্ট মহানবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি করে ফেইসবুক লাইভে ক্ষমা চাইলেন সিংগার পোজা গোপ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ নোয়াগড় গ্রামে কোটি টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।। সেনাবাহিনীর হাতে ১১ জন আটক ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন

খুলনায় চলছে ক্যাসিনো ব্যবসা 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:৩৪:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ২০২ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট।।

বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার খুলনা সিটি
কর্পোরেশন এলাকায় চলছে অবৈধ ক্যাসিনোর রমরমা বাণিজ্য। খুলনায় গিয়ে তাদের নতুন ব্যবসা শুরু করে  ঢাকা থেকে বিতাড়িত ক্যাসিনো ব্যবসায়ীরা। এদের  সহযোগিতা করছে খুলনার কিছু দুষ্কৃতকারী লোকজন ।  তথ্য মতে জানা যায় -শাহীন স্কুলের গলিতে নগরীর পিটিআই মোড়ে অ্যালফাবেট ক্লাবের ব্যানারে শাহিন গং মদ, নারী বেচাকেন,  জুয়া সহ অন্যান্য অবৈধ কর্মকান্ড পরিচালনা করছে। তাদের ক্লাবে নিয়ে এসেছেন  বিভিন্ন ক্যাসিনোর পণ্য ।  তারা গত দুই তিন মাস যাবত   এসব অবৈধ কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি করেছে।
খুলনার বিভিন্ন উপজেলা হতে নারীদের জোরপূর্বক তুলে নিয়ে এসে -তারা বিভিন্ন রকম অপকর্ম করতে বাধ্য করাচ্ছেন  -সূত্র তথ্যমতে জানান। যা বেআইনি, উক্ত বেআইনি কাজে সহযোগিতা কারী ও দুষ্কৃতকারীদের  আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে -অ্যালফাবেট ক্যাসিনো বন্ধ করে,খুলনায় সুন্দর স্বাভাবিক পরিবেশ  ফিরিয়ে আনার অনুরোধ জানান খুলনার সুশীল সমাজ-খুলনার  বিভাগীয় পুলিশ কে। বিশেষ করে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে  উক্ত অ্যালফাবেট ক্যাসিনো-দ্রুত বন্ধ করার  অনুরোধ জানান  অনেকে। তথ্য মতে জানা যায় -ময়লা পোতার শওকত গং উক্ত অনৈতিক কাজে সহযোগিতা করছেন। শওকত এর রয়েছে ‘আমাকে চিনিস’ নামক ঠেকবাজ বাহিনী। উক্ত বাহিনীর সদস্যরা ময়লাপোতার  বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও লোকজনকে ঠেক  দেয়া অব্যাহত রেখেছে।  পর্যটক আসলে খুলনায় আমাকে চিনিস বলে তারা পর্যটকদের কাছে গিয়ে-পর্যটকদের ঠেক দেয়।তাদের অত্যাচারে হোটেল কদর  আজ বন্ধ। ভুক্তভোগী এক লোক জানান-দোকানে বসে আমরা  চা পান করছিলাম। হঠাৎ শওকত তার লোকজন নিয়ে চা দোকানে এসে-কাস্টমার ও দোকানদার এর কাছ হতে  সব নিয়ে  যায়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ময়লাপোতা মোড় এর ব্যবসায়ীরা। ওনারা বলেন-শওকত একজন ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া সত্ত্বেও সে প্রকাশ্যে এসব কাজ কি ভাবে করে?।দ্রুত এই শওকত ও শাহিন গং এর বিচার চায়-খুলনার সুশীল সমাজ। কারণ তারা অপকর্ম করতে গিয়ে শেখ পরিবারের নাম ভাঙ্গায়।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় চলছে ক্যাসিনো ব্যবসা 

আপডেট টাইম : ০৪:৩৪:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১০ এপ্রিল ২০২২

সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট।।

বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার খুলনা সিটি
কর্পোরেশন এলাকায় চলছে অবৈধ ক্যাসিনোর রমরমা বাণিজ্য। খুলনায় গিয়ে তাদের নতুন ব্যবসা শুরু করে  ঢাকা থেকে বিতাড়িত ক্যাসিনো ব্যবসায়ীরা। এদের  সহযোগিতা করছে খুলনার কিছু দুষ্কৃতকারী লোকজন ।  তথ্য মতে জানা যায় -শাহীন স্কুলের গলিতে নগরীর পিটিআই মোড়ে অ্যালফাবেট ক্লাবের ব্যানারে শাহিন গং মদ, নারী বেচাকেন,  জুয়া সহ অন্যান্য অবৈধ কর্মকান্ড পরিচালনা করছে। তাদের ক্লাবে নিয়ে এসেছেন  বিভিন্ন ক্যাসিনোর পণ্য ।  তারা গত দুই তিন মাস যাবত   এসব অবৈধ কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি করেছে।
খুলনার বিভিন্ন উপজেলা হতে নারীদের জোরপূর্বক তুলে নিয়ে এসে -তারা বিভিন্ন রকম অপকর্ম করতে বাধ্য করাচ্ছেন  -সূত্র তথ্যমতে জানান। যা বেআইনি, উক্ত বেআইনি কাজে সহযোগিতা কারী ও দুষ্কৃতকারীদের  আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে -অ্যালফাবেট ক্যাসিনো বন্ধ করে,খুলনায় সুন্দর স্বাভাবিক পরিবেশ  ফিরিয়ে আনার অনুরোধ জানান খুলনার সুশীল সমাজ-খুলনার  বিভাগীয় পুলিশ কে। বিশেষ করে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে  উক্ত অ্যালফাবেট ক্যাসিনো-দ্রুত বন্ধ করার  অনুরোধ জানান  অনেকে। তথ্য মতে জানা যায় -ময়লা পোতার শওকত গং উক্ত অনৈতিক কাজে সহযোগিতা করছেন। শওকত এর রয়েছে ‘আমাকে চিনিস’ নামক ঠেকবাজ বাহিনী। উক্ত বাহিনীর সদস্যরা ময়লাপোতার  বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও লোকজনকে ঠেক  দেয়া অব্যাহত রেখেছে।  পর্যটক আসলে খুলনায় আমাকে চিনিস বলে তারা পর্যটকদের কাছে গিয়ে-পর্যটকদের ঠেক দেয়।তাদের অত্যাচারে হোটেল কদর  আজ বন্ধ। ভুক্তভোগী এক লোক জানান-দোকানে বসে আমরা  চা পান করছিলাম। হঠাৎ শওকত তার লোকজন নিয়ে চা দোকানে এসে-কাস্টমার ও দোকানদার এর কাছ হতে  সব নিয়ে  যায়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ময়লাপোতা মোড় এর ব্যবসায়ীরা। ওনারা বলেন-শওকত একজন ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া সত্ত্বেও সে প্রকাশ্যে এসব কাজ কি ভাবে করে?।দ্রুত এই শওকত ও শাহিন গং এর বিচার চায়-খুলনার সুশীল সমাজ। কারণ তারা অপকর্ম করতে গিয়ে শেখ পরিবারের নাম ভাঙ্গায়।