সন্ত্রাসী সাঈদ এর নেতৃত্বে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে রাসেল
- আপডেট টাইম : ০৩:৫০:২৯ অপরাহ্ণ, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৮৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানা আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর ৩ নং ওয়ার্ডে মাইক্রো গ্যারেজ সন্ত্রাসী সাঈদ এর নেতৃত্বে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে রাসেল,পিতা কালু হোসেন সাং নিল কমল থানা ধুলার হাট জেলা ভোলা,বর্তমান গৌরিপূর বি বাংলা সোহরাব মেম্বার এর ভাড়াটিয়া, ৯ ই এপ্রিল বিকাল ৩ টা ত্রিশ মিনিটে সাঈদ এর নেতৃত্ব এ সন্ত্রাসী হামলার শিকার হন হতদরিদ্র লেগুনা চালক রাসেল,উক্ত সন্ত্রাসী হামলার আহত রাসেল চিকিৎসা রত অবস্থায়ব একই দিনে নিজে বাদী হয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন,অভিযোগে উল্লেখ করেন সন্ত্রাসী (১)শরীফ (২৫) পিতা আহম্মদ আলী,(২) মোঃ সজিব (২৩) পিতা ঐ(৩) সাঈদ (৪৮) পিতা অজ্ঞাত সর্ব সাং আউক পাড়া,লেগুনা গাড়ী সাইড করাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটে,সন্ত্রাসীরা পূর্ব সত্রুতার যের ধরে পরিকল্পিত ভাবে রাসেল এর চোঁখ বেঁধে,আশুলিয়ার আউকপাড়া সাকিনস্থ সন্ত্রাসী সাঈদের দয়াল ভরসা অটোমোবাইল গ্যারেজের ভিতরে নিয়ে সকল বিবাদী গন রাসেলকে আটকাইয়া হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি ও লোহার পাইপ দ্বারা এলোপাতাড়িভাবে মারপিট করিয়া জখম করেন,পিঠে কোমরে ও বিভিন্ন স্থানে মেরে নীলা ফুলা জখম করেন,১ নং বিবাদী শরীফ অপকৌশল অবলম্বন করতে ভুল করেনি,রাসেল এর পকেটে থাকা ১১ হাজার টাকা তাৎক্ষনিক ছিনিয়ে নেন,আহত অবস্থায় রাসেলের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা রোডের উপরে রাসেল কে ফেলে রেখে পালিয়ে যায়,রাস্তায় চলাচল রত লোকজনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাসেলকে উদ্ধার করে প্রাইভেটকার যোগে,আহত রাসেল কে বাঁচাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান,লেগুনা চালক গফুর জসিম ফারুক ইমন সহ অগনিত চালকেরা কান্নায় কাতর হয়ে সন্ত্রাসীদের বিচার দাবী করেন,আহত রাসেল এর স্ত্রী প্রিয়া বলেন রাসেল একজন নিরীহ মানুষ জীবনে কারো সাথে গ্যান্জাম গোলযোগ করেনি আমি সন্ত্রাসী হামলার বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করি আমরা হতদরিদ্র মানুষ আমাদের উপরে অত্যাচারের বিচার চাই, সন্ত্রাসী সাঈদ এর মুঠোফোনে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অস্বীকার করে তার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন,উক্ত বিষয়ে আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার আউয়াল এর নিকটে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আউকপাড়ার একজন ড্রাইভার কে মেরেছে এমন একটা অভিযোগ এর কপি হাতে পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো সন্ত্রাসী যেই হোক আইনের আওতায় আনা হবে।