ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

আউক পাড়ায় বাস্তুহারা সেবা সংঘের চাপে লাশ হয়ে ফিরলেন (মোহন)

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • / ২৫৯ ৫০০০.০ বার পাঠক

নিজস্ব প্রতিবেদক।।

আশুলিয়া থানার আউক পাড়া বাস্তহারা সেবা সংঘের চাপে অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন মোহন নামের এক যুবক,সেবা সংঘের সভাপতি আব্দুল হালিম ও সদস্যরা সম্মিলিত হয়ে মাদক সেবন এর দায়ে মোহন কে মার মুখি আচার-আচরণ করে কান ধরে উঠবস করান,মোহন কে ফ্যানের সাথে ঝুলিয়ে মারার হুমকি প্রদান করেন ও তার বাবা ইউসুফ আলী বাবুর্চিকেও পুত্র মাদকাসক্ত বলে ব্যাপক অপমান করেন,অপমানের যন্ত্রণায় মোহন আত্মহত্যার পথ বেঁছে নিয়ে গলায় রশি দিয়েছেন এমনটাই বলেন এলাকাবাসী,আউকপাড়া আদর্শ গ্রাম বাস্তহারা সেবা সংঘের সভাপতি (১) আব্দুল হালিম পিতা মৃত মর্তুজ আলী (২) মুজিবর রহমান (বিশা) পিতা মৃত সিদ্দিক মিয়া(২) মোঃ রাসেল পিতা বাবুল মিয়া (৩)সাইফুল পিতা মৃত আব্দুল হারেজ(৪)লাইজু আক্তার পিতা অজ্ঞাত(৫) সাদ্দাম হোসেন পিতা মৃত রফিকুল ইসলাম (৬) সেলিম হোসেন পিতা অজ্ঞাত (৭)কবির হোসেন পিতা অজ্ঞাত,সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন সেবা সংঘের অফিস কক্ষে উপস্থিত ছিলেন,মোহন এর বোন সাংবাদিকদের বলেন মোহন নেশা করে ঠিকই তবে আজ সেবা সংঘের চাপে কি যে করলো,মোহন এর পিতা ইউসুব আলী বাবুর্চি বলেন আমার পোলাকে ধমক দিয়েছিলো আমার সামনে,ভয় দেখিয়ে মাদক থেকে ফিরিয়ে আনতে ফ্যানের সাথে ঝুলানো হবে বলেছিলো সেবা সংঘের লোকজন,সেবা সংঘের সভাপতি আব্দুল হালিম বলেন আমাদের কাছে ইউসুফ বাবুর্চি গতকাল ৭ ই এপ্রিল বলেছিলো আমার ছেলেকে একটু ভয় দেখাতে হবে,তার কথা অনুযায়ী আজ সকালে ৮ ই এপ্রিল মোহনকে নিয়ে হাজির করেছিলাম এবং আমরা তাকে ভয় দেখিয়েছি মাত্র তবে সে গলায় রশি দেয়নি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে,আশুলিয়া থানার এস আই আওয়াল এর মুঠোফোনে মোহন এর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,এবং মোহনের লাশ থানায় আনা হয়েছে,অতিরিক্ত মাদক সেবনে মোহনের মৃত্যু হয়েছে কিনা সেটা বলতে পারবো পোস্টমর্ডামের রিপোর্ট পাওয়ার পর,তবে মৃত মোহনের গলায় রশির দাগ পেয়েছি এটা ১০০% নিশ্চিত।উক্ত বিষয়ে থানায় কোনো প্রকার মামলার সিদ্ধান্ত নেয়া হয়নি তবে রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত যানানো যাবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আউক পাড়ায় বাস্তুহারা সেবা সংঘের চাপে লাশ হয়ে ফিরলেন (মোহন)

আপডেট টাইম : ০৬:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক।।

আশুলিয়া থানার আউক পাড়া বাস্তহারা সেবা সংঘের চাপে অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন মোহন নামের এক যুবক,সেবা সংঘের সভাপতি আব্দুল হালিম ও সদস্যরা সম্মিলিত হয়ে মাদক সেবন এর দায়ে মোহন কে মার মুখি আচার-আচরণ করে কান ধরে উঠবস করান,মোহন কে ফ্যানের সাথে ঝুলিয়ে মারার হুমকি প্রদান করেন ও তার বাবা ইউসুফ আলী বাবুর্চিকেও পুত্র মাদকাসক্ত বলে ব্যাপক অপমান করেন,অপমানের যন্ত্রণায় মোহন আত্মহত্যার পথ বেঁছে নিয়ে গলায় রশি দিয়েছেন এমনটাই বলেন এলাকাবাসী,আউকপাড়া আদর্শ গ্রাম বাস্তহারা সেবা সংঘের সভাপতি (১) আব্দুল হালিম পিতা মৃত মর্তুজ আলী (২) মুজিবর রহমান (বিশা) পিতা মৃত সিদ্দিক মিয়া(২) মোঃ রাসেল পিতা বাবুল মিয়া (৩)সাইফুল পিতা মৃত আব্দুল হারেজ(৪)লাইজু আক্তার পিতা অজ্ঞাত(৫) সাদ্দাম হোসেন পিতা মৃত রফিকুল ইসলাম (৬) সেলিম হোসেন পিতা অজ্ঞাত (৭)কবির হোসেন পিতা অজ্ঞাত,সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন সেবা সংঘের অফিস কক্ষে উপস্থিত ছিলেন,মোহন এর বোন সাংবাদিকদের বলেন মোহন নেশা করে ঠিকই তবে আজ সেবা সংঘের চাপে কি যে করলো,মোহন এর পিতা ইউসুব আলী বাবুর্চি বলেন আমার পোলাকে ধমক দিয়েছিলো আমার সামনে,ভয় দেখিয়ে মাদক থেকে ফিরিয়ে আনতে ফ্যানের সাথে ঝুলানো হবে বলেছিলো সেবা সংঘের লোকজন,সেবা সংঘের সভাপতি আব্দুল হালিম বলেন আমাদের কাছে ইউসুফ বাবুর্চি গতকাল ৭ ই এপ্রিল বলেছিলো আমার ছেলেকে একটু ভয় দেখাতে হবে,তার কথা অনুযায়ী আজ সকালে ৮ ই এপ্রিল মোহনকে নিয়ে হাজির করেছিলাম এবং আমরা তাকে ভয় দেখিয়েছি মাত্র তবে সে গলায় রশি দেয়নি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে,আশুলিয়া থানার এস আই আওয়াল এর মুঠোফোনে মোহন এর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,এবং মোহনের লাশ থানায় আনা হয়েছে,অতিরিক্ত মাদক সেবনে মোহনের মৃত্যু হয়েছে কিনা সেটা বলতে পারবো পোস্টমর্ডামের রিপোর্ট পাওয়ার পর,তবে মৃত মোহনের গলায় রশির দাগ পেয়েছি এটা ১০০% নিশ্চিত।উক্ত বিষয়ে থানায় কোনো প্রকার মামলার সিদ্ধান্ত নেয়া হয়নি তবে রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত যানানো যাবে।