ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান রাতেই ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

এক মুঠো আহারের প্রতিষ্ঠাতা ইসমাইলের মানবতা ও ত্যাগ! বিএস বিদ্যুৎ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • / ২৭৪ ৫০০০.০ বার পাঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
কোনো স্বার্থ ছাড়াই প্রতিনিয়ত মানবতার কাজে অসহায় ও গরিব মানুষের পাশে দাড়িয়ে সেবা প্রদান করে আসতেছেন ইসমাইল।অসহায় এর মুখে খাবার, পথ শিশুদের নিয়ে নানান রকমের ইভেন্ট, মুমূর্ষু রোগীদের রক্ত ম্যানেজ এবং নতুন নতুন রক্তদাতা ও স্বেচ্ছাসেবী তৌরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। তার একটিই কথা ” রক্তের এবং খাবারের অভাবে কোন অসহায় রোগী যেন মারা না যায়।
তার পুরো নাম মোঃ ইসমাইল হোসেন।পিতাঃ মোঃ ইব্রাহীম আকন্দ। ঠিকানাঃ দাইমূল্যা, পিরব বাজার,শিবগঞ্জ, বগুড়া।মধ্যবিত্ত ঘরের একজন সাধারন ছেলে। পারিবারিক সমস্যার জন্য অনার্স পরিক্ষা দিতে না পারলেও থেমে থাকনি তার লেখাপড়া ।

ছোট বেলা থেকেই তার মানবতার কাজ করার বড় ইচ্ছে।২০১৭ সালে মায়ের নামে ‘মোমেনা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত করেন। শুরু হয়ে যায় মানব সেবা। তার পর ২০১৮ সালে ❝মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া❞ নামে সংগঠন প্রতিষ্ঠিত করেন।যা মুমূর্ষু রোগীর জন্য ব্লাড ম্যানেজ করার ক্ষেত্রে অনেক বড় ভুমিকা পালন করে। এরপর ২০২০ সাল থ্যালাসেমিয়া প্রেভিনশন ক্যাম্পেইন বগুড়া নামে একটি অনলাইন প্রতিষ্ঠান তৌরি করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি বর্তমান মোমেনা ফাউন্ডেশন এর একটি সেবামূলক প্রজেক্ট “এক মুঠো আহার” এর মাধ্যমে প্রতি মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের খাবারের ব্যাবস্থা করে আসছেন।

ইসমাইল বলেন, মানবতার কাজের জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে কিন্তু কখনও ছেড়ে দিতে পারিনি মানবতার প্লাটফর্ম। সারা বাংলাদেশে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে অসহায় ও গরিব মানুষের সেবা প্রদান এর ভুমিকা কম নয়।বর্তমানে বাংলাদেশের প্রায় ১৫০ এর অধিক গ্রুপে যুক্ত থেকে মানবতার কাজ করে যাচ্ছি।

তিনি আরোও জানান, এ যাবত তার নিকট বগুড়া এবং আশে পাশে বিভিন্ন জেলার প্রায় ৩ হাজার থ্যালাসেমিয়া রোগীর তথ্য সংগ্রহ রয়েছে যাদের তিনি ❝থ্যালাসেমিয়া কেয়ার সেন্টার❞ নামে একটি প্রতিষ্টানের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এক মুঠো আহারের প্রতিষ্ঠাতা ইসমাইলের মানবতা ও ত্যাগ! বিএস বিদ্যুৎ

আপডেট টাইম : ০৫:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
কোনো স্বার্থ ছাড়াই প্রতিনিয়ত মানবতার কাজে অসহায় ও গরিব মানুষের পাশে দাড়িয়ে সেবা প্রদান করে আসতেছেন ইসমাইল।অসহায় এর মুখে খাবার, পথ শিশুদের নিয়ে নানান রকমের ইভেন্ট, মুমূর্ষু রোগীদের রক্ত ম্যানেজ এবং নতুন নতুন রক্তদাতা ও স্বেচ্ছাসেবী তৌরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। তার একটিই কথা ” রক্তের এবং খাবারের অভাবে কোন অসহায় রোগী যেন মারা না যায়।
তার পুরো নাম মোঃ ইসমাইল হোসেন।পিতাঃ মোঃ ইব্রাহীম আকন্দ। ঠিকানাঃ দাইমূল্যা, পিরব বাজার,শিবগঞ্জ, বগুড়া।মধ্যবিত্ত ঘরের একজন সাধারন ছেলে। পারিবারিক সমস্যার জন্য অনার্স পরিক্ষা দিতে না পারলেও থেমে থাকনি তার লেখাপড়া ।

ছোট বেলা থেকেই তার মানবতার কাজ করার বড় ইচ্ছে।২০১৭ সালে মায়ের নামে ‘মোমেনা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত করেন। শুরু হয়ে যায় মানব সেবা। তার পর ২০১৮ সালে ❝মোমেনা অনলাইন রক্তদান সংগঠন বগুড়া❞ নামে সংগঠন প্রতিষ্ঠিত করেন।যা মুমূর্ষু রোগীর জন্য ব্লাড ম্যানেজ করার ক্ষেত্রে অনেক বড় ভুমিকা পালন করে। এরপর ২০২০ সাল থ্যালাসেমিয়া প্রেভিনশন ক্যাম্পেইন বগুড়া নামে একটি অনলাইন প্রতিষ্ঠান তৌরি করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি বর্তমান মোমেনা ফাউন্ডেশন এর একটি সেবামূলক প্রজেক্ট “এক মুঠো আহার” এর মাধ্যমে প্রতি মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের খাবারের ব্যাবস্থা করে আসছেন।

ইসমাইল বলেন, মানবতার কাজের জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে কিন্তু কখনও ছেড়ে দিতে পারিনি মানবতার প্লাটফর্ম। সারা বাংলাদেশে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে অসহায় ও গরিব মানুষের সেবা প্রদান এর ভুমিকা কম নয়।বর্তমানে বাংলাদেশের প্রায় ১৫০ এর অধিক গ্রুপে যুক্ত থেকে মানবতার কাজ করে যাচ্ছি।

তিনি আরোও জানান, এ যাবত তার নিকট বগুড়া এবং আশে পাশে বিভিন্ন জেলার প্রায় ৩ হাজার থ্যালাসেমিয়া রোগীর তথ্য সংগ্রহ রয়েছে যাদের তিনি ❝থ্যালাসেমিয়া কেয়ার সেন্টার❞ নামে একটি প্রতিষ্টানের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন ।