রোজায় হঠাৎ ধনেপাতায় আগুন
- আপডেট টাইম : ০৪:২২:১৬ অপরাহ্ণ, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৩৪৮ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ প্রতিনিধি নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া।।
পবিত্র রমজানুল মোবারককে কেন্দ্র বাজারে হঠাৎ ধনেপাতায় আগুন লেগেছে।৪০ টাকা কেজির (নতুন) ধনেপাতা এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।হঠাৎ দাম বেড়ে এক লাফে প্রতি কেজি ধনেপাতা ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মাঝে সাজনা প্রতি কেজি ১২০ টাকা,কাচা মরিচ ৮০ টাকা,শশা ৮০ টাকা,জিঙ্গা ৭০ টাকা,বেগুন ৫০ টাকা,মুলা ৪০ টাকা,করল্লা ৬০ টাকা,ঢেঁড়শ ৪০ টাকা,পঁটল ৫০ টাকা,ভটভটি ৪০ টাকা,চিচিঙ্গা ৫০ টাকা,কচুর মুকি ৩০ টাকা,কচুর লতি ৫০ টাকা,লাউ প্রতিপিস ৫০ টাকা, কাচকলা প্রতি হালী ৫০ টাকা,মিষ্টি কুমড়া প্রতিটি ওজন অনুসারে ৪০ থেকে ১০০ টাকা,ডাটা প্রতিকেজি ৪০ টাকা,লেবু প্রতিহালী ৫০/৬০ টাকা আলু প্রতিকেজি ২৫ টাকা।
আশুরাইল বড়বাড়ির সবজি ব্যবসায়ী মোঃ এলাছ মিয়া, সরাইলের আড়ৎদার মোঃ নান্নু মিয়া ও জনায়,রমজানের কারনে হঠাৎ করে শশার দাম কিছুটা বাড়লেও অন্যসব সবজির দাম অপরিবর্তিত রয়েছে।তিনি বলেন ২/৩ দিনের ভেতরে বাজার নিয়ন্ত্রনে চলে আসবে।তিনি আরো বলেন স্থানীয় খুচরা ব্যবসায়ীরা সিন্ডকেট করে অনেক সময় এমন করে থাকে। ব্যবসায়ীদের দাবী দাম এমন থাকবে না,কিছু দিনের ভেতরে ঠিক হয়ে যাবে বলে দাবী করেন ওই আড়ৎদার।