বরগুনার পাথরঘাটায় বখাটে কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী বিধবাকে ধর্ষনের অভিযোগ।

- আপডেট টাইম : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
বরগুনার পাথরঘাটায় বুদ্ধি প্রতিবন্ধী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ রাব্বি নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপড়া ইউনিয়নের মানিকখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাব্বি
প্রতিবন্ধী বিধবাকে বাসায় একা পেয়ে তার জন্য পাত্র দেখেছে বলে মিথ্যে আশ্বাস দিয়ে বিভিন্ন কলাকৌশলে ধর্ষন করে, বিষয়টি ভুক্তভোগির বোন দেখতে পেলে তার চিৎকারে ধর্ষনকারী রাব্বি পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ভুক্তভোগী ও তার বোন ও বোন জামাই বাবুল ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ ইউপি সদস্য ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান কে অবহিত করলে তাহারা সরেজমিনে সত্যতা যাচাই করলে সত্য প্রমাণিত হলে তাহারা ধর্ষণের কোন সালিশ ব্যবস্থা না করতে পারায় থানার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন,রবিবার ভুক্তভোগী পরিবার পাথরঘাটা থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে এমনটাই জানিয়েছেন পাথরঘাটা থানার অফিস ইনচার্জ আবুল বাসার। আরো উল্লেখ্য যে উক্ত বখাটে যুবক এর পূর্বেও আরো কয়েকবার উক্ত বিধবাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতে থাকে এলাকাবাসীর ভাষ্যমতে উক্ত বখাটে যুবক একজন মাদক সেবী। তারা তার উপযুক্ত বিচার দাবি করেন।