ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প

দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে-৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যালয়- যা কুমিল্লা সদরে অবস্থিত

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
প্রায় শুক্র ও শনিবার অফিস কার্যক্রম চলতে যে কার্যালয়কে দেখা যায়-সেটি কুমিল্লা সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যাল। যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝাগুরজুলি /রহিমপুর নামক স্থানে অবস্থিত। বন্ধের দিনে অফিস কার্যক্রম চলার কারণ খুঁজে জানা যায়- ভূমি দালাল ও অফিস কর্মচারী মিলে চালাচ্ছে দুর্নীতি। যার নামে কোন ভূমি নেই- টাকার বিনিময়ে-তাদের দেয়া হচ্ছে-জাল খতিয়ান ও ভূয়া খারিজ। আর প্রকৃত ভূমি মালিকগণ- অফিস স্টাফদের কাছ হতে- পাচ্ছে দূর্ব্যবহার। অনেকে মনে করে- অনেক স্টাফ জাল সার্টিফিকেট দিযে চাকরী করছে উক্ত কার্যালয়ে। এর সাধে জড়িত রয়েছে এসিল্যঅন্ড কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা। দূর্ব্যবহার পাওয়া এক ব্যক্তি জানান- ভাই ওয়ারিশ সূত্রে ভূমি মদিনগর মৌজায় ভূমি আমাদের নামে- কিন্তু ভূমি কার্যালয়ে- আমার নামে আমার স্বাক্ষর জাল করে- আমার নামে খারিজ জমা দেয়। পরবর্তীতে আমি এসিল্যান্ড কার্যালয়ে মোবাইলে ব্যা্পারটি জানাই। এসব দুর্নীতিবাজদের বিচারের অপেক্ষায় রয়েছি। কেউ কেউ বলছে- ভাই এসব দুস্কৃতকারীদের ঠিকছে পিটলে সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে- আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে ছেড়ে দিতে। রাজাপুর গ্রামের নাগরিক মামুন জানান অনেক ভূমিহীন ভূমির জন্য আবেদন করেছেন দীর্ঘদিন হল- এর কোন খবর নেই। খেতাসার গ্রামে- এতিম খানা ও লিল্লাহ খানার জন্য ভূমি চেয়েও আবেদন করেন। এর ও কোন খবর নেই। তবে এ কার্যালয়ের কাজ টা কি ?। বসে বসে দূর্নীতি করা ?। সরকার যদি এই মূহুর্তে- এর প্রতিকার না করে তবে- এর দ্বায়ভার- সরকারকে নিতে হবে। কারণ সরকারের অনেক জায়গা উক্ত দালাল ও অসাধু ভূমি কর্মকর্তারা লিজ না দিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে- অনেকের কাছে দখল দিয়ে রেখেছে ভূমি। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। উক্ত ব্যাপারটি সরকারের আমলে নিয়ে দূস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে উক্ত কার্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ তৈরি করে ভূমি মালিকদের ভূমি সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে অনুরোধ জানান- কুমিল্লার সুশীল সমাাজ।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে-৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যালয়- যা কুমিল্লা সদরে অবস্থিত

আপডেট টাইম : ০৫:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
প্রায় শুক্র ও শনিবার অফিস কার্যক্রম চলতে যে কার্যালয়কে দেখা যায়-সেটি কুমিল্লা সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যাল। যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝাগুরজুলি /রহিমপুর নামক স্থানে অবস্থিত। বন্ধের দিনে অফিস কার্যক্রম চলার কারণ খুঁজে জানা যায়- ভূমি দালাল ও অফিস কর্মচারী মিলে চালাচ্ছে দুর্নীতি। যার নামে কোন ভূমি নেই- টাকার বিনিময়ে-তাদের দেয়া হচ্ছে-জাল খতিয়ান ও ভূয়া খারিজ। আর প্রকৃত ভূমি মালিকগণ- অফিস স্টাফদের কাছ হতে- পাচ্ছে দূর্ব্যবহার। অনেকে মনে করে- অনেক স্টাফ জাল সার্টিফিকেট দিযে চাকরী করছে উক্ত কার্যালয়ে। এর সাধে জড়িত রয়েছে এসিল্যঅন্ড কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা। দূর্ব্যবহার পাওয়া এক ব্যক্তি জানান- ভাই ওয়ারিশ সূত্রে ভূমি মদিনগর মৌজায় ভূমি আমাদের নামে- কিন্তু ভূমি কার্যালয়ে- আমার নামে আমার স্বাক্ষর জাল করে- আমার নামে খারিজ জমা দেয়। পরবর্তীতে আমি এসিল্যান্ড কার্যালয়ে মোবাইলে ব্যা্পারটি জানাই। এসব দুর্নীতিবাজদের বিচারের অপেক্ষায় রয়েছি। কেউ কেউ বলছে- ভাই এসব দুস্কৃতকারীদের ঠিকছে পিটলে সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে- আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে ছেড়ে দিতে। রাজাপুর গ্রামের নাগরিক মামুন জানান অনেক ভূমিহীন ভূমির জন্য আবেদন করেছেন দীর্ঘদিন হল- এর কোন খবর নেই। খেতাসার গ্রামে- এতিম খানা ও লিল্লাহ খানার জন্য ভূমি চেয়েও আবেদন করেন। এর ও কোন খবর নেই। তবে এ কার্যালয়ের কাজ টা কি ?। বসে বসে দূর্নীতি করা ?। সরকার যদি এই মূহুর্তে- এর প্রতিকার না করে তবে- এর দ্বায়ভার- সরকারকে নিতে হবে। কারণ সরকারের অনেক জায়গা উক্ত দালাল ও অসাধু ভূমি কর্মকর্তারা লিজ না দিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে- অনেকের কাছে দখল দিয়ে রেখেছে ভূমি। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। উক্ত ব্যাপারটি সরকারের আমলে নিয়ে দূস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে উক্ত কার্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ তৈরি করে ভূমি মালিকদের ভূমি সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে অনুরোধ জানান- কুমিল্লার সুশীল সমাাজ।