ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯ আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে-৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যালয়- যা কুমিল্লা সদরে অবস্থিত

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • / ৩৩৯ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
প্রায় শুক্র ও শনিবার অফিস কার্যক্রম চলতে যে কার্যালয়কে দেখা যায়-সেটি কুমিল্লা সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যাল। যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝাগুরজুলি /রহিমপুর নামক স্থানে অবস্থিত। বন্ধের দিনে অফিস কার্যক্রম চলার কারণ খুঁজে জানা যায়- ভূমি দালাল ও অফিস কর্মচারী মিলে চালাচ্ছে দুর্নীতি। যার নামে কোন ভূমি নেই- টাকার বিনিময়ে-তাদের দেয়া হচ্ছে-জাল খতিয়ান ও ভূয়া খারিজ। আর প্রকৃত ভূমি মালিকগণ- অফিস স্টাফদের কাছ হতে- পাচ্ছে দূর্ব্যবহার। অনেকে মনে করে- অনেক স্টাফ জাল সার্টিফিকেট দিযে চাকরী করছে উক্ত কার্যালয়ে। এর সাধে জড়িত রয়েছে এসিল্যঅন্ড কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা। দূর্ব্যবহার পাওয়া এক ব্যক্তি জানান- ভাই ওয়ারিশ সূত্রে ভূমি মদিনগর মৌজায় ভূমি আমাদের নামে- কিন্তু ভূমি কার্যালয়ে- আমার নামে আমার স্বাক্ষর জাল করে- আমার নামে খারিজ জমা দেয়। পরবর্তীতে আমি এসিল্যান্ড কার্যালয়ে মোবাইলে ব্যা্পারটি জানাই। এসব দুর্নীতিবাজদের বিচারের অপেক্ষায় রয়েছি। কেউ কেউ বলছে- ভাই এসব দুস্কৃতকারীদের ঠিকছে পিটলে সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে- আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে ছেড়ে দিতে। রাজাপুর গ্রামের নাগরিক মামুন জানান অনেক ভূমিহীন ভূমির জন্য আবেদন করেছেন দীর্ঘদিন হল- এর কোন খবর নেই। খেতাসার গ্রামে- এতিম খানা ও লিল্লাহ খানার জন্য ভূমি চেয়েও আবেদন করেন। এর ও কোন খবর নেই। তবে এ কার্যালয়ের কাজ টা কি ?। বসে বসে দূর্নীতি করা ?। সরকার যদি এই মূহুর্তে- এর প্রতিকার না করে তবে- এর দ্বায়ভার- সরকারকে নিতে হবে। কারণ সরকারের অনেক জায়গা উক্ত দালাল ও অসাধু ভূমি কর্মকর্তারা লিজ না দিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে- অনেকের কাছে দখল দিয়ে রেখেছে ভূমি। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। উক্ত ব্যাপারটি সরকারের আমলে নিয়ে দূস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে উক্ত কার্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ তৈরি করে ভূমি মালিকদের ভূমি সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে অনুরোধ জানান- কুমিল্লার সুশীল সমাাজ।
আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে-৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যালয়- যা কুমিল্লা সদরে অবস্থিত

আপডেট টাইম : ০৫:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
প্রায় শুক্র ও শনিবার অফিস কার্যক্রম চলতে যে কার্যালয়কে দেখা যায়-সেটি কুমিল্লা সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন ভূমি কার্যাল। যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝাগুরজুলি /রহিমপুর নামক স্থানে অবস্থিত। বন্ধের দিনে অফিস কার্যক্রম চলার কারণ খুঁজে জানা যায়- ভূমি দালাল ও অফিস কর্মচারী মিলে চালাচ্ছে দুর্নীতি। যার নামে কোন ভূমি নেই- টাকার বিনিময়ে-তাদের দেয়া হচ্ছে-জাল খতিয়ান ও ভূয়া খারিজ। আর প্রকৃত ভূমি মালিকগণ- অফিস স্টাফদের কাছ হতে- পাচ্ছে দূর্ব্যবহার। অনেকে মনে করে- অনেক স্টাফ জাল সার্টিফিকেট দিযে চাকরী করছে উক্ত কার্যালয়ে। এর সাধে জড়িত রয়েছে এসিল্যঅন্ড কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা। দূর্ব্যবহার পাওয়া এক ব্যক্তি জানান- ভাই ওয়ারিশ সূত্রে ভূমি মদিনগর মৌজায় ভূমি আমাদের নামে- কিন্তু ভূমি কার্যালয়ে- আমার নামে আমার স্বাক্ষর জাল করে- আমার নামে খারিজ জমা দেয়। পরবর্তীতে আমি এসিল্যান্ড কার্যালয়ে মোবাইলে ব্যা্পারটি জানাই। এসব দুর্নীতিবাজদের বিচারের অপেক্ষায় রয়েছি। কেউ কেউ বলছে- ভাই এসব দুস্কৃতকারীদের ঠিকছে পিটলে সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে- আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে ছেড়ে দিতে। রাজাপুর গ্রামের নাগরিক মামুন জানান অনেক ভূমিহীন ভূমির জন্য আবেদন করেছেন দীর্ঘদিন হল- এর কোন খবর নেই। খেতাসার গ্রামে- এতিম খানা ও লিল্লাহ খানার জন্য ভূমি চেয়েও আবেদন করেন। এর ও কোন খবর নেই। তবে এ কার্যালয়ের কাজ টা কি ?। বসে বসে দূর্নীতি করা ?। সরকার যদি এই মূহুর্তে- এর প্রতিকার না করে তবে- এর দ্বায়ভার- সরকারকে নিতে হবে। কারণ সরকারের অনেক জায়গা উক্ত দালাল ও অসাধু ভূমি কর্মকর্তারা লিজ না দিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে- অনেকের কাছে দখল দিয়ে রেখেছে ভূমি। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। উক্ত ব্যাপারটি সরকারের আমলে নিয়ে দূস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে উক্ত কার্যালয়ে সু-শৃঙ্খল পরিবেশ তৈরি করে ভূমি মালিকদের ভূমি সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে অনুরোধ জানান- কুমিল্লার সুশীল সমাাজ।