জিরানী বাজারের চাঁদাবাজদের দৌরাত্ম্যে অসহায় সাধারণ জনগন
- আপডেট টাইম : ০৪:৪৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৩৯৫ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি।।
গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড কাশিমপুর থানার অন্তর্গত জিরানী বাজার মেইন সড়কের উপরে অবৈধ স্থাপনা বসিয়ে চাঁদা কালেকশন করেন রুহুল আমিন নামের একজন সিকিউরিটি গার্ড,চাঁদাবাজ রুহুল আমিন এর অর্জিনাল পরিচয় বি কে এস পির সিকিউরিটি গার্ড,চাঁদাবাজ রুহুল আমিন নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে রোডের উপরে দোকান বসিয়ে চাঁদা কালেকশন করেন,হাত মেপে দোকানের জায়গা করে দিয়ে কারো নিকট থেকে ৫০ হাজার কারো নিকট থেকে ৩ লাখ টাকা এডভান্স নিয়ে দোকান বসিয়েছেন মন্তব্য অভিযোগ কারী জেসমিন বেগম এর,তবে তার নেপথ্যে নাটের গুরু হিসাবে কাজ করে চলেছেন চাঁদাবাজ সিন্ডিকেট এর কিছু শ্রেষ্ঠ চাঁদাবাজ,সহযোগিতায় অসাধু প্রশাসনের একটি অংশ,চাঁদাবাজদের বিরুদ্ধে কেউ কথা বলেন না,বললেও কোনো লাভ হয়না,চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও কোনো প্রতিফলন ঘটে না,বরং প্রশাসনে অভিযোগ কারীকে ও গণমাধ্যমকর্মীদের ভিষন ভাবে চাপ প্রয়োগ করেন,বিপাকে পড়তে হয় প্রতিবাদ করতে গেলে,উক্ত বিষয়ে সিকিউরিটি গার্ড রুহুল আমিন এর নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,বাজার কমিটি এটা নিয়ে বসে ছিলো কথা বলতে বলতে ফোন কেটে দিয়ে একাধিক বার ফোন দিলেও আর তিনি ফোন রিসিভ করেন নি,এস আই মাহবুব এর নিকট জানতে চাইলে তিনি বলেন ওসি সাহেব এর নির্দেশ,রোডের উপরে যারা দোকান বসিয়েছেন তারা যদি মিলে ঝিলে না থাকে সবাই কে তুলে দেওয়া হবে,কিন্তুু এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন পুলিশের একটা নাটক মাত্র,অসহায় জেসমিন বেগম এর.দোকান টি তুলে দেওয়া হয়েছে,কিন্তুু রাঘব বোয়ালদের দোকান গুলো বহাল তবিয়তে রাখা হয়েছে,অনেকেই বলছেন বলে কি হবে,পুলিশ তো চাঁদাবাজদের ডান হাত,রোডে দোকান বসাতে রুহুল আমিন কে জেসমিন বেগম নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন,জেসমিন বেগম কে উচ্ছেদ করে মোটা টাকা হাতিয়ে নিতে মাস্টার প্লান করেছেন চাঁদাবাজ এর মুল হোতা রুহুল আমিন গং,অসহায় জেসমিন বেগম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি বিশ্বাস রেখে চাঁদাবাজ রুহুল আমিন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন,অভিযোগ এর বিষয়ে কোনো প্রকার কর্নপাত করছেন না প্রশাসন,চাঁদাবাজেরা এক এক সময় জেসমিন বেগম এর মালামাল রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছে,জাগ্রত হচ্ছেনা জাতির বিবেক নির্বিচারে অসহায় জেসমিন এর মত হাজার হাজার জেসমিন
পর্ব (১) দ্বিতীয় পর্বের সকল তথ্য জানতে চোখ রাখুন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পাতায়।