নাসিরনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়
- আপডেট টাইম : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ২৪৪ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
৩০ মার্চ ২০২২ রোজ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে- স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে জনগণ ও তরুণ প্রজন্মকে সচেতন করতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী (কর্মকর্তা ভারপ্রাপ্ত) মোঃ মেহেদি হাসান শাওনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১- সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস প্রমুখ।পরে স্থানীয় শিল্পীদের সমন্ময়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।