সাভারের নবিনগরে অবৈধ চাঁদা কালেকশন হয় লক্ষ লক্ষ টাকা নেপথ্যে টি আই
- আপডেট টাইম : ০৬:২৪:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ সেলিম রেজা।।
সাভার উপজেলা আশুলিয়া থানার নবীনগর স্মৃতিসৌধ জুড়ে অত্র অঞ্চলের প্রত্যােকটা যানবাহনে বেপরোয়া চাঁদাবাজি,রোড দখল করে বাস মিনিবাস রাখতে দেওয়া হয় তবে প্রত্যেকটা গাড়ি থেকে মাসোয়ারা চাঁদা কালেকশন করেন টি আই এর নেতৃত্ব,রোডে যানযট সৃষ্টির কারন রোডের চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছেন অবৈধ গাড়িগুলোতে,উল্টা পথে দেদারসে গাড়ি চললেও প্রশাসন থাকে নিরব,আর নিরব থাকার কারন হচ্ছে মাসোহারা,যে গাড়িগুলো তাদের সাথে চুক্তি নাই সেগুলো অহরহ ধরছে আবার টাকা নিয়েই ছেড়ে দিচ্ছে,অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত ক্ষমতা দেখিয়ে চলেছেন টি আই,তাদের সুরে সুর মিলিয়ে চলেছেন অসাধু প্রশাসনের একাংশ,অসাধু সাংবাদিকদের একাংশ ও নামেমাত্র রাজনৈতিক নেতাকর্মীদের একাংশ,সব মিলিয়ে চলছে রাম রাজত্ব।গণমাধ্যমকর্মীরা এটা নিয়ে বস্তুনিষ্ঠ নিউজ সম্প্রচার করলে তাকে দেখানো হয় ভয়ভীতি ও উল্টো সাংবাদিক কেই চাঁদাবাজ বানানো প্রচেষ্টায় থাকেন এই সিন্ডিকেট,নবিনগর টু কুরগাঁও চারিগাঁও রোড টির চাঁদা কালেকশন করেন মেম্বারের ছত্রছায়ায় তবে মেম্বার থাকেন ধরাছোঁয়ার বাহিরে,সব মিলিয়ে সরিষার মধ্যে ভূত,প্রশাসনে চাঁদা কালেকশন করলে বন্ধ করবে কে,তবুও আইনের চোঁখ সঠিক ও আইনের হাত অনেক শক্তিশালী,সত্যের সংগ্রামে জয় হবে চিরকাল,রোডের উপরে গাড়ি থাকতে দেওয়া হয় এ বিষয়ে টি আই আতিকের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন এক সপ্তা খানেক এর মধ্যে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ,কিন্তুু তিনি তার কথার সাথে কাজের বিন্দুমাত্র সুবিচার করতে পারেন নি,মাসের পর মাস গেলেও গাড়িগুলে সেখানে রযেছে বহাল তবিয়তে,উক্ত বিষয়টি গোপনে ও প্রকাশ্য তদন্ত পর্যবেক্ষন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল।