যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সমর্থন করে ‘দেশবিরোধী’ হলেন চিনা যুবক! প্রতিবাদে মুখে আঁটলেন ব্ল্যাক টেপ
- আপডেট টাইম : ০৫:৩৭:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ২১০ ৫০০০.০ বার পাঠক
কিন্তু পরিস্থিতি বদলে গেল গত মাসে। চোখের সামনে সাধারণ মানুষের উপর রুশ সেনার আক্রমণ দেখে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তার পর তাঁর একের পর এক ভিডিয়ো বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। সেই থেকে শুরু বিড়ম্বনারও।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চিন কোনও অবস্থান না নিলেও প্রচ্ছন্ন ভাবে তারা রাশিয়ার পাশে আছে বলে মনে করেন কূটনীতিবিদদের একাংশ। অন্য দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে সব খবর চিনের সংবাদমাধ্যম দেখাচ্ছে, ওয়াংয়ের ভিডিয়ো ঠিক তার বিপরীত বার্তা দিচ্ছে। বিভিন্ন ভিডিয়োয় তাঁকে রুশ সেনার সমালোচনা করতে শোনা গিয়েছে। তাতেই চটেছে চিনা নেটাগরিক থেকে দূতাবাস। ওয়াংকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়েছেন কেউ কেউ। তাঁর অভিযোগ, ক্রমাগত হুমকি পাচ্ছেন তিনি। কেউ কেউ জানাচ্ছেন তিনি যেন আর চিনে না ফেরেন। এমনকি ইউক্রেন দূতাবাসের যে কর্মীর সঙ্গে ওডেসায় আসার পর থেকেই তাঁর ভাল সম্পর্ক, তিনিও বিরক্ত বলে জানাচ্ছেন ওয়াং। তাঁর কথায়, তিনি আমায় বলেছেন, ‘‘আপনার এখনকার আচার-ব্যবহার দেশের স্বার্থের বিরুদ্ধে। আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করছি।যদিও এই চিনা ভ্লগারের দাবি, তিনি দেশবিরোধী কী কাজ করেছেন, নিজেই জানেন না। শুধু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ছবি তুলে ধরেছেন। কারও পক্ষই নেননি। কেবল তাঁর মতো সাধারণ মানুষের দুর্দশার ছবি তুলে ধরেছেন।
কিন্তু-ব্যাপারটি-আশ্চর্য্জনক।