১০২ তম জন্মদিন ও শিশু দিবস পালন করেন চেয়ারম্যান আলামিন বিশ্বাস
- আপডেট টাইম : ০২:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সৈয়দ আ: হালিম রাজশাহী মহানগর প্রতিনিধি ।।
আজ ১৭ই মার্চ ( বৃহস্পতিবার ) বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়।
১৯২০ সালের ১৭ই মার্চ ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মোহনপুর আওয়ামীলীগের উদ্যোগে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ ১৭ই মার্চ মোহনপুর ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন ও শিশু দিবস উদযাপন করেন আলামিন বিশ্বাস ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । আলামিন বিশ্বাস চেয়ারম্যান কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় কিছু শুকনো খাদ্য বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন, মোহনপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাজান আলী আরও ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী ও সচিব মোঃ রাশেদুল ইসলাম ইউপি সকল সদস্য।