থেমে নেই ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে টি আই প্রশাসন মশিউর এ-র বেপরোয়া চাঁদাবাজি. (পর্ব-২)
- আপডেট টাইম : ০৩:০২:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ২৬৬ ৫০০০.০ বার পাঠক
এম.ডি.এন.মাইকেল রিপোর্টার।।
ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়কে টিয়া প্রশাসন মশিউর এর বেপরোয়া চাঁদাবাজি শিরোনামে গত ১৩-০৩-২০২২ ইং তারিখে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়,প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকে হাইওয়ে পুলিশের টিআই প্রশাসন মশিউর রহমান তাথা কথিত কিছু ফেসইবুক সাংবাদিক দিয়ে এই প্রতিবেদকে ম্যানেজ করার চেষ্টা করে যেন তার অপকর্মের সংবাদ আর প্রকাশ না করা হয়.প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর এই প্রতিবেদক এর কাছে টিআই মশিউর রহমানের চাঁদাবাজির আরও তথ্য প্রমাণসহ আসতে থাকে পরবর্তীতে ঐ সকল তথ্য প্রমাণ এর ভিত্তিতে সরোজমিনে অনুসন্ধানে গিয়ে সত্যতা পাওয়া যায়,যার মধ্যে উল্লেখযোগ্য হলো চিটাগাং রোডের ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের জাগায় অবৈধ বাজার উচ্ছেদ এর নামে নয় লক্ষ টাকা নিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করে পরবর্তীতে অবৈধ দোকানদারদের থেকে দৈনিক দোকান প্রতি একশত টাকা করে চাঁদা নিচ্ছেন যাহার তথ্য-প্রমাণ আমাদের সংরক্ষিত আছে,এবং ঢাকা সিলেট চট্টগ্রাম মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও মহাসড়ক এ-র জায়গা দখল করে অবৈধ স্থাপনা গুলোর চাঁদার টাকা উত্তোলনের জন্য টিআই প্রশাসন মশিউর রহমান এর রয়েছে নিজস্ব বাহিনী আর এই চাঁদা উত্তোলনকারী বাহিনীর মধ্যে রয়েছে ফেসইবুক সাংবাদিক নামধারী তথাকথিত কিছু চাঁদাবাজ,এই সকল অভিযোগের বিষয়ে জানার জন্য টিআই প্রশাসন মশিউর রহমান এ-র মোবাইলে ফোন কল করা হলে তিনি এ-ই প্রতিবেদককে বলেন তিনি মোবাইলে উত্তর দিতে পারবেন না.(অনুসন্ধান অব্যাহত বিস্তারিত ৩-পর্বে)