তালার জেঠুয়া বাজারে উৎপল ও উজ্জ্বল স্টোর ইচ্ছেমতো নিচ্ছেন সয়াবিন তেলের মুল্য

- আপডেট টাইম : ১০:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ৪৫৭ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার জেঠুয়া বাজারের উৎপল ও উজ্জ্বল স্টোরে ইচ্ছেমতো দামে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেল। উৎপল স্টোর প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি করছেন ১৮০ টাকা দামে পাশে উজ্জ্বল স্টোর প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি করছেন ১৮৫ টাকা দামে। এই দুই দোকানে দেখা যায়নি কোনো মূল্য তালিকা। এছাড়াও এই বাজারের সব দোকানেই তেলের দামের একই অবস্থা। সরকারিভাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে, সেই অনুপাতে লিটার ও কেজির হিসাব করলে প্রতি কেজি সয়াবিন তেলের দাম ১৬০ টাকার মতো আসে। সরকারি সকল বিধিনিষেধ অমান্য করে এসব দোকানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেল। সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অনেক বেশি মূল্যে সয়াবিন তেল কেন বিক্রি করছেন জানতে চাইলে উৎপল স্টোরের মালিক বলেন, সরকারের বেঁধে দেয়া মুল্য টেলিভিশনে আর খবরে, বাস্তবে না, তিনি আরো বলেন আমাদের আগের মূল্যে কেনা তেল এজন্য ১৮০ টাকা বিক্রি করছি, এরপরে কিনলে আরো বেশী দামে বিক্রি হবে। বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রির বিষয়ে উজ্জল স্টোরের মালিক বলেন, সরকারিভাবে নির্ধারিত মূল্যের তেল এখনো পায়নি তাই এই দামে বিক্রি করছি। তেলের মূল্য সম্পর্কে জানতে চাইলে কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, জেঠুয়া বাজারে তেলের দামের কোন ঠিক ঠিকানা নেই, যে যার মত তেলের দাম নিচ্ছে। জেঠুয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রয় নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকারের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতা-সাধারণ।