পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর সম্মেলন স্থগিত হয়ায় আলোচনা সভা
- আপডেট টাইম : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
বাঘা প্রতিনিধি।।
রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ১ নং পুঠিয়া সদর ইউনিয়নের গত ১২ই মার্চ কাউন্সিলর সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কাউন্সিলর তালিকা অনিয়ম এবং মনগড়া হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে, জেলা কমিটি এবং উপজেলা আওয়ামী লীগ কমিটি সম্মেলন স্থগিত করেন। এই সম্মেলন স্থগিত হওয়ার পরে, ১২ মার্চ পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আলোচনা সভা অনুষ্ঠিত করেন। সে সময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, ইউপি চেয়ারম্যান আশরাফ খান, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাশার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি সদস্য সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ ।
এ সময় ইউপি চেয়ারম্যান সহ সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানান কাউন্সিল তালিকা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
ওই সময় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,আলহাজ্ব মজিবুর রহমান অভিযোগ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই কাউন্সিলর তালিকা প্রস্তুত করে আমাকে জোর পূর্ব স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। আমি স্বাক্ষর না দিলে আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের হুমকি দেয়।