বাঘায়“আমেনা ডায়াগনষ্টিক সেন্টার” উদ্বোধন
- আপডেট টাইম : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ৩০৯ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী)প্রতিনিধি।।
উন্নতমানের সেবার প্রতিশ্রুতি দিয়ে রাজশাহীর বাঘায় যাত্রা শুরু করলো আধুনিক মানের “ আমেনা ডায়াগনষ্টিক সেন্টার”। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে ডিজিটাল মেশিনে গুনগতমানের সেবা প্রদানের কথা বলেন, প্রতিতষ্ঠানটির স্বত্তাধিকারি জাহিদুল ইসলাম জাহিদ। রোগ নির্ণয় ছাড়াও টিকিৎসা প্রদানের কথাও জানান তিনি। শুক্রবার (১১-৩-২০২২) বাঘা-আড়ানী সড়ক সংলগ্ন রানী প্লাজায় প্রতিষ্ঠিত “(মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের উত্তরে) আমেনা ডায়াগনষ্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন হোসেনের সভাপতিত্বে ও মিলন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডা. আফসানা আকতার, ‘ফাতেমা ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার’ এর পরিচালক ডা. মুক্তার বারি, ‘সেবা ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক’র পরিচালক জিল্লুর রহমান। বক্তারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে আগত রুগীদের সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন, ডা, মিজানুর রহমান মিজান, নাহিদুল ইসলাম,