সালনা কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে ১৩ টি গরু ও ২টি মহিষসহ ৫ আসামিকে আটক করেছে।
- আপডেট টাইম : ০৮:০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি।।
গাজীপুরের সালনা কোনাবাড়ীহাইওয়ে পুলিশ জাতীয় সেবা ৯৯৯ এর ফোন পেয়ে চোরাই ১৩ টি গরু ২টি মহিষসহ ৫ আসামিকে আটক করেছে।
এসআই (নিঃ) মোহাম্মদ আশরাফুল জানান, বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ খ্রিস্ট্রাব্দে রাত অনুমান ০২ সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, একটি গরু ভর্তি ট্রাক ছিনতাই করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চন্দ্রা হয়ে ঢাকার দিকে আসছে।
তাৎক্ষণিক সালনা (কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থানাধীন পশ্চিম চন্দ্রা এলাকাধীন ফনফিডেন্ট সিএনজি পাম্পের বিপরিত ঢাকাগামী লেনে চেকপোষ্ট ডিউটি করার সময় গরু বোঝাই ট্রাকটি ঢাকা মেট্রো ট ১৩-৩৯৩৯ আটক করে।
কুষ্টিয়া সদর থানার বোরাইতলা গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লা সন্তান মতিয়ার রহমান ৪৫ গরু ও মহিষ এর প্রকৃত মালিক বলে পুলিশ জানান।
৬আটকতৃত আসামীরা হলেন কক্সবাজারের উখিয়া থানাধীন পূর্ব দরকাবিল গ্রামের মৃত আঃ হাকিমের সন্তান নুর মোহাম্মদ ৫৫ একই গ্রামের মেহের আলীর সন্তান আব্দুল্লাহ ১৮ কুষ্টিয়ার সদর থানাধীন খাজানগরের হাসেম মোল্লার সন্তান হাসান মোল্লা ৩৮ কুষ্টিয়ার দৌলতপুর থানার ট্রাক চালক আরিফুল ইসলাম ৪৫, ট্রাকের হেলপার রাকিবুল (১৮) আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন