ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আজ গাজীপুর জেলা প্রশাসকের সভা ও শ্রদ্ধাঞ্জলি
- আপডেট টাইম : ০৬:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়।
এসময় জনাব খন্দকার লুৎফুল কবীর, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব এস. এম শফিউল্লাহ, পুলিশ সুপার, গাজীপুর, জনাব জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর, জনাব আসাদুর রহমান কিরণ, মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠনের প্রধানগণ নিজ নিজ দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাওয়াল সম্মেলন কক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে আয়োজিত অনুষ্ঠান উপভোগ করা হয়।
অতঃপর নাটমন্দির, গাজীপুর এ ঐতিহাসিক এই দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর এবং সভাপতি হিসেবে জনাব আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর উপস্থিত ছিলেন।