সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সদরের- ৩নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের- ১০ টাকার সরকারি চাউল আত্মসাৎ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৩১২ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিবেদক- নাগরিকদের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১০ টাকা মূল্যের- চাউল দিয়ে থাকে। চাউল নেওয়া নাগরিকদের একটি কার্ড দেয়া হয়। ডিলার সে কার্ডে সাক্ষর করে ১০ টাকা কেজি দামে কার্ড ধারী নাগরিকদের চাউল দিয়ে থাকে। যে চাউলে অনেক মানুষের অন্নের ব্যবস্থা হয়। সূএ তথ্য মতে জানান- বিগত কয়েক মাস- দেশের কুমিল্লা জেলার সদর উপজেলার কোতয়ালী থানাধীন- ৩নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের প্রায় সবকয়টি গ্রামে উক্ত চাউল দেয়া বন্ধ রয়েছে। এতে জনমনে ক্ষোভ ও প্রতিবাদের- সৃষ্টি হচ্ছে। সূএ এও জানান- অনেকে ধারণা করছে- ডিলাররা উক্ত চাউল আত্মসাৎ করেছে। এর সুষ্ঠ তদন্ত করে- আইনি ব্যবস্থায় এদের শাস্তি প্রদান করে- চাউল কার্ডদারী নাগরিকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান- উক্ত এলাকার লোকজন।
এ ব্যাপারে- খাদ্য অধিদপ্তরকেও জবাবদিহিতার আওতায় আনার অনুরোধ জানান- কুমিল্লার সুশীল সমাজ।
আরো খবর.......