আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১
- আপডেট টাইম : ১২:০২:৫১ অপরাহ্ণ, সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিপন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২১ফেব্রুয়ারি) সকল সারে ৯টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়ন মস্কিপুর পাগলা মোড়ের মাঝামাঝই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া গ্ৰামের মো. জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সারে ৯টার দিকে মো. রিপন মোটরসাইক চালিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার মস্কিপুর পাগলা মোড় এলাকায় একটি খালি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে থাকা রিপনের ঘটনা স্থলেই মৃত্যু হয়আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।