সাপাহারে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন
- আপডেট টাইম : ০৮:৫২:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
- / ৩৪৮ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর সাপাহারে আনন্দমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন প্রমূখ। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।