সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে সাতকানিয়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
জোবাইর বিন জিহাদী চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতায় হত্যা মামলার আসামী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।পরে ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়,সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় হত্যা মামলার আসামী হিসেবে নাসির উদ্দিন মুহিসনকে(৫৫) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তারের পর রাতেই সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে পরের দিন সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানা এএসআই নাজমুল হাসান।
হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী নাসির উদ্দিন মুহসিন (৫৫) সাতকানিয়া থানা বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়ার মৃত ফজল কবির ও মৃত সাজেদা বেগমের ছেলে।
জানা যায়, বাজালিয়ায় নির্বাচনী সহিংসতার নিহতের ঘটনায় থানায় মামলা হয়। এ মামলায় নাসির নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গতঃ গত ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ায় ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাজালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল শুক্কুর। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহতের ভাই মো. জুয়েল বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
আরো খবর.......