ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পার্টি অফিস দখল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ৪০ জন আহত, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রামে আসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের মাথায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, নেই প্রধান উপদেষ্টার নাম আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সীমাহীন কয়লার দামে ধ্বংস হতে চলেছে ইট শিল্প

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ২১২ ১৫০০০.০ বার পাঠক

মোঃ আকরাম হোসেন।।

দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান ইটভাটা,এই শিল্প-কারখানায় লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করেন,বাংলা মাসের কার্তিকের প্রথম থেকেই শুরু হয়ে যায় ইট তৈরির কার্যক্রম,ইট তৈরি করতে প্রস্তুতি নিতে হয় প্রায় এক বছরেরও বেশি সময়,ইট তৈরীর শ্রমিকদের আনতে হলে দিতে হয় তাদের দাদন নামক লক্ষ লক্ষ টাকা,মাটি রাখতে হয় মজুদ,পাশাপাশি কয়লার বিকল্প নাই,তবে (২০২১)(২০২২) এ কয়লার সিন্ডিকেটে কবর হতে চলছে ১০০% ভাটা মালিকদের,অন্যান্য বছরে যে কয়লার দাম ছিল (৮০০০)থেকে (৮৫০০) টাকা মাত্র,সে কয়লার দাম বেড়ে গিয়ে বর্তমান হয়েছে (২১৫০০) থেকে প্রায় (২২০০০) টাকা,প্রত্যেকটা পণ্যের দাম উত্থানের একটা সীমা আছে,কিন্তু কয়লার ক্ষেত্রে সীমাহীনভাবে বেড়ে গেছে কয়লার দাম,কয়লার দাম বৃদ্ধি সম্পর্কীত বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন এর নিকট ২০ ই জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকাল ৪ টা ২৯ মিনিটে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,কয়লার ব্যাপারে আমাদের নিকটে কেউ কখনো কোনো কম্পিলেন করিনি,তবে আপনি বলছেন যখন বিষয়টি আমি দেখবো আর কি,ভোক্তাদের সকল বিষয়ে দেখভাল করে আমরা ভোক্তাদের পাশে থাকবো।কয়লার দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে কয়লার দামের বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক এর কাছে জানতে চাইলে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইট শিল্প মালিকদের বক্তব্য,দেশে তরমুজের বাজার দর বেশি হওয়ায় মোবাইল কোড বসে,কিন্তু কয়লার দাম আকাশছোঁয়া হলেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই দেশের সচেতন মহলের,অপরদিকে এই শিল্প কারখানা থেকে বিভিন্ন দুস্থ স্কুল-কলেজ-মাদ্রাসা মন্দির সহ অগনিত ধর্ম প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন,রাজনৈতিক নেতাদের সাথে সংযুক্ত হয়ে দেশের সকলদেশের জাতীয় প্রোগ্রামে সহযোগিতার হাত বাড়িয়ে অংশগ্রহণ করেন,কন্যাদায়গ্রস্ত এতিম শিশু-সভা-সমাবেশ সকল জায়গায় ইট শিল্প মালীকদের অবদানের অন্ত নেই,অপরদিকে এত কিছু থাকতেও আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনে,বিভিন্ন অনিয়ম দেখিয়ে করে যান লক্ষ লক্ষ টাকা জরিমানা,ভ্যাট ট্যাক্স নিতে ভুল করেন না রাজস্ব বোর্ড,ভ্যাট ট্যাক্স এর টাকা আদায় করতে বিন্দু মাত্র সময় লাগেনা, বিক্রি হওয়া ইটের ট্রাক আটকিয়ে মুহুর্তে আদায় করা হয় ভ্যাটের টাকা,এমনিভাবে কয়লার দাম আকাশছোঁয়া ভাবে চলতে থাকলে,চলতি বছরের শেষের দিকে প্রায় 90% ইটভাটা মালিকদের মানবেতর জীবন-যাপন করতে হবে রাস্তায় বসে,ব্যবসায়ে লোকসানের ও একটা সীমা থাকে,ইট তৈরীর তুলনায় বিক্রয়ের মূল্য একেবারেই কম,মাঝেমধ্যে বৈরী আবহাওয়ায় ও ক্ষতিগ্রস্ত হচ্ছে,সব মিলিয়ে এবার ভাটা প্রতি এক কোটি টাকার ও বেশি লোকসান আতঙ্কে দিন কাটছে ভাটা মালীকদের,তারা পাচ্ছেনা ব্যাংকিং ধরনের কোনো সহযোগিতা,কোন কোন ভাটা মালিক নিজের পৈত্রিক জমি বিক্রয় করে অথবা চড়া সুদে টাকা উত্তলন করে ভাটায় বিনিয়োগ করে নিশ্ব হতে চলেছে,ভাটা মালিকদের আর্তনাদ স্ত্রী পরিবার-পরিজন নিয়ে বাঁচতে মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে,ইট শিল্পের প্রতি সুদৃষ্টি কামনা করতে,সরকারের প্রতি অনুরোধ করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সীমাহীন কয়লার দামে ধ্বংস হতে চলেছে ইট শিল্প

আপডেট টাইম : ০৩:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

মোঃ আকরাম হোসেন।।

দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান ইটভাটা,এই শিল্প-কারখানায় লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করেন,বাংলা মাসের কার্তিকের প্রথম থেকেই শুরু হয়ে যায় ইট তৈরির কার্যক্রম,ইট তৈরি করতে প্রস্তুতি নিতে হয় প্রায় এক বছরেরও বেশি সময়,ইট তৈরীর শ্রমিকদের আনতে হলে দিতে হয় তাদের দাদন নামক লক্ষ লক্ষ টাকা,মাটি রাখতে হয় মজুদ,পাশাপাশি কয়লার বিকল্প নাই,তবে (২০২১)(২০২২) এ কয়লার সিন্ডিকেটে কবর হতে চলছে ১০০% ভাটা মালিকদের,অন্যান্য বছরে যে কয়লার দাম ছিল (৮০০০)থেকে (৮৫০০) টাকা মাত্র,সে কয়লার দাম বেড়ে গিয়ে বর্তমান হয়েছে (২১৫০০) থেকে প্রায় (২২০০০) টাকা,প্রত্যেকটা পণ্যের দাম উত্থানের একটা সীমা আছে,কিন্তু কয়লার ক্ষেত্রে সীমাহীনভাবে বেড়ে গেছে কয়লার দাম,কয়লার দাম বৃদ্ধি সম্পর্কীত বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন এর নিকট ২০ ই জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকাল ৪ টা ২৯ মিনিটে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,কয়লার ব্যাপারে আমাদের নিকটে কেউ কখনো কোনো কম্পিলেন করিনি,তবে আপনি বলছেন যখন বিষয়টি আমি দেখবো আর কি,ভোক্তাদের সকল বিষয়ে দেখভাল করে আমরা ভোক্তাদের পাশে থাকবো।কয়লার দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে কয়লার দামের বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক এর কাছে জানতে চাইলে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইট শিল্প মালিকদের বক্তব্য,দেশে তরমুজের বাজার দর বেশি হওয়ায় মোবাইল কোড বসে,কিন্তু কয়লার দাম আকাশছোঁয়া হলেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই দেশের সচেতন মহলের,অপরদিকে এই শিল্প কারখানা থেকে বিভিন্ন দুস্থ স্কুল-কলেজ-মাদ্রাসা মন্দির সহ অগনিত ধর্ম প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন,রাজনৈতিক নেতাদের সাথে সংযুক্ত হয়ে দেশের সকলদেশের জাতীয় প্রোগ্রামে সহযোগিতার হাত বাড়িয়ে অংশগ্রহণ করেন,কন্যাদায়গ্রস্ত এতিম শিশু-সভা-সমাবেশ সকল জায়গায় ইট শিল্প মালীকদের অবদানের অন্ত নেই,অপরদিকে এত কিছু থাকতেও আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনে,বিভিন্ন অনিয়ম দেখিয়ে করে যান লক্ষ লক্ষ টাকা জরিমানা,ভ্যাট ট্যাক্স নিতে ভুল করেন না রাজস্ব বোর্ড,ভ্যাট ট্যাক্স এর টাকা আদায় করতে বিন্দু মাত্র সময় লাগেনা, বিক্রি হওয়া ইটের ট্রাক আটকিয়ে মুহুর্তে আদায় করা হয় ভ্যাটের টাকা,এমনিভাবে কয়লার দাম আকাশছোঁয়া ভাবে চলতে থাকলে,চলতি বছরের শেষের দিকে প্রায় 90% ইটভাটা মালিকদের মানবেতর জীবন-যাপন করতে হবে রাস্তায় বসে,ব্যবসায়ে লোকসানের ও একটা সীমা থাকে,ইট তৈরীর তুলনায় বিক্রয়ের মূল্য একেবারেই কম,মাঝেমধ্যে বৈরী আবহাওয়ায় ও ক্ষতিগ্রস্ত হচ্ছে,সব মিলিয়ে এবার ভাটা প্রতি এক কোটি টাকার ও বেশি লোকসান আতঙ্কে দিন কাটছে ভাটা মালীকদের,তারা পাচ্ছেনা ব্যাংকিং ধরনের কোনো সহযোগিতা,কোন কোন ভাটা মালিক নিজের পৈত্রিক জমি বিক্রয় করে অথবা চড়া সুদে টাকা উত্তলন করে ভাটায় বিনিয়োগ করে নিশ্ব হতে চলেছে,ভাটা মালিকদের আর্তনাদ স্ত্রী পরিবার-পরিজন নিয়ে বাঁচতে মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে,ইট শিল্পের প্রতি সুদৃষ্টি কামনা করতে,সরকারের প্রতি অনুরোধ করেন।