সংবাদ শিরোনাম ::
বেকারত্বকে ঘৃণা করি- আসুন আমরা কর্ম করি
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:২০:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২
- / ৪১৩ ৫০০০.০ বার পাঠক
শরীফ উদ্দিন আহমেদ রানা।।
দেশের মানুষ আর অবহেলিত থাকবে না- যদি কর্ম করে- বেকারত্বকে দূর করে। চাকুরীর পেছনে না ছুটে- কাজের ক্ষেত্র তৈরি করে। নিজেই একটি পরিকল্পনা করে- উদ্যোক্তা হয়। উদ্যোগ নেন-নতুন ফলদায়ক কিছু করার। এতে আপনি স্বাবলম্বী হবেন- স্বাবলম্বী হবে আপনার পরিবার ও দেশ। এই দেশ আমার আপনার সকলের-আসুন দেশকে ভালবাসি। প্রয়োজনে- আর্থিক অস্বচ্ছলতা থাকলে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের- যুব উন্নয়ন, সমাজসেবা, বিসিক, কারিগরি ও অন্যান্য সেক্টর হতে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট ও ঋণ নেন। উক্ত সংস্থাগুলো সহজ শর্তে ঋণ দিচ্ছে-উদ্যোক্তাদের মাঝে। এতে অংশ নিতে পারেন অনেকেই। নিজের বাড়ীতে-নার্সারী বানাতে পারেন-যা উপকৃত করবে অনেককে। মৎস্য চাষেও অনেক অর্থ উপার্জন করা যায়। যারা গ্রামে থাকেন-তারা স্থানীয় ইউনিয়ন কার্যালয় ও যারা পৌরসভা, সিটিতে থাকেন তারা-স্থানীয় পৌরসভা কার্যালয় ও সিটি কার্যালয় হতে সরকারি সেবা-সমূহ নিজ উদ্যোগে-আদায় করে নিবেন। এতে আপনার দেশপ্রেম বৃদ্ধি পাবে ও দেশের অর্থনৈতিক চাকা আরো বেশি সচল হবে।
আরো খবর.......