নবনির্বাচিত চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল দায়িত্ব ভার গ্রহন করতেই মন্ত্রীর আগমন
- আপডেট টাইম : ০১:৫১:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২
- / ৫১৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন।।
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী সেলিম মন্ডল,তার দায়িত্ব ভার গ্রহন করতেই,দোয়া ও মিলাদ আয়োজনে বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী বিরুলিয়া ইউনিয়ন পরিষদে আগমন,উক্ত দায়িত্বভার গ্রহণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি নির্বাচিত সকল সদস্য ও অত্র ইউনিয়নের শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা,নবনির্বাচিত মেম্বার চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা ফুলে ফুলে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধান অতিথিকে,অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন,প্রধান অতিথির বক্তব্যে ত্রান মন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার রা সকলেই একটা পরিবার,সবাই মিলে মিশে ইউনিয়নের উন্নয়ন কাজে সহযোগিতা করবে এটা আশাকরি,আজ যে বাংলাদেশের সুন্দর উন্নয়নের সকল ক্ষেত্রে সবকিছু বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলার রূপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম মন্ডল বলেন,আমাকে বিরুলিয়া ইউনিয়ন বাসীর সকলেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি সকলের ভোটে নির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডল,আমি বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এনাম সাহেবের সহযোগিতায় এবং সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সহযোগিতায় বিরুলিয়া ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন করতে চাই,নির্বাচনের আগে কি হয়েছে এটা বড় কথা নয় আসুন সকলে একত্রিত হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করি,সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি দেশের সকল শ্রেণী-পেশার মানুষের উত্তর উত্তর মঙ্গল কামনা করি।পরিশেষে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।