সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু খুন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১৯:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু খুন
খাগড়াছড়ি সদরে বৌদ্ধ ভিক্ষুকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্ত। সোমবার সকালে জেলা সদরের গুগড়াছড়ি ধর্মসু বৌদ্ধ বিহারের ভেতর থেকে ভিক্ষু বিশুদ্ধা মহাথেরু (৫২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রড, লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আম্রে মারমা বলেন, গতকাল সন্ধ্যায় বিহারে প্রার্থনা শেষে পুর্ণার্থীরা চলে আসেন। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ভিক্ষুকে খুন করে পালিয়ে যায়। ভিক্ষুর শয়নকক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে এলাকাবাসী।
আরো খবর.......